Solution
Correct Answer: Option B
- নিফাক বা কপটতার অন্যতম প্রধান ও সুস্পষ্ট লক্ষণ হলো মিথ্যা কথা বলা।
- ইসলামি পরিভাষায়, অন্তরে কুফরি বা অবাধ্যতা লুকিয়ে রেখে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করাকে নিফাক বলে।
- হাদিস অনুসারে, মুনাফিকের (কপটচারী ব্যক্তির) সুস্পষ্ট লক্ষণ বা আলামত হলো তিনটি।
- ১. যখন সে কথা বলে, মিথ্যা বলে।
- ২. যখন ওয়াদা করে, তা খেলাপ করে।
- ৩. যখন তার কাছে আমানত রাখা হয়, সে তার খেয়ানত করে।
- সুতরাং, মিথ্যাচার একটি গুরুতর পাপ এবং নিফাক বা মুনাফিকির সুস্পষ্ট আলামত।