মাক্কী সূরার সংখ্যা কয়টি?

A ৮৬টি

B ৯৩টি

C ৯৪টি

D ২৮টি

Solution

Correct Answer: Option A

- পবিত্র কুরআনের যে সকল সূরা রাসূল (সাঃ) এর হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাক্কী সূরা বলা হয়।
- পবিত্র কুরআনে মোট ১১৪টি সূরার মধ্যে ৮৬টি সূরা মাক্কী এবং বাকি ২৮টি মাদানী।
- মাক্কী সূরাগুলোতে সাধারণত তাওহীদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত (নবুয়ত) ও আখিরাত (পরকাল)-এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
- এই সূরাগুলোর আয়তন সাধারণত ছোট এবং ভাষার শৈলী অত্যন্ত কাব্যিক ও অলঙ্কারপূর্ণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions