A যে হাদীস শুধু বুখারী শরীফে স্থান পেয়েছে
B যে হাদীস শুধু বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে
C যে হাদীস শুধু মুসলিম শরীফে স্থান পেয়েছে
D যে হাদীস শুধু বুখারী ও তিরমিযী শরীফে স্থান পেয়েছে
Solution
Correct Answer: Option B
- 'মুত্তাফাকুন আলাইহি' (مُتَّفَقٌ عَلَيْهِ) একটি আরবি পরিভাষা, যার আভিধানিক অর্থ হলো 'একমত হওয়া' বা 'ঐকমত্য পোষণ করা'।
- হাদীসশাস্ত্রের পরিভাষায়, যে হাদীস একই সাহাবী থেকে ইমাম বুখারী (র.) এবং ইমাম মুসলিম (র.) উভয়েই নিজ নিজ সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন, তাকে 'মুত্তাফাকুন আলাইহি' বলা হয়।
- সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে একত্রে 'সহীহাইন' বা দুইটি বিশুদ্ধ গ্রন্থ বলা হয়।
- 'মুত্তাফাকুন আলাইহি' হিসেবে বর্ণিত হাদীসগুলো ইসলামী পন্ডিতদের নিকট বিশুদ্ধতার সর্বোচ্চ স্তরের বলে গণ্য হয়।