A আল্লাহ, রাসুল ও কুরআন সম্পর্কে
B রাসুল, কুরআন ও দ্বীন সম্পর্কে
C আল্লাহ, কুরআন ও দ্বীন সম্পর্কে
D রব, দ্বীন ও রাসুল সম্পর্কে
Solution
Correct Answer: Option D
- ইসলামি বিশ্বাস অনুসারে, মৃত্যুর পর কবরে মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করবেন।
- এই প্রশ্ন-উত্তর পর্বকে 'সওয়াল-জওয়াব' বলা হয় এবং এখানে মূলত তিনটি প্রশ্ন করা হবে।
- প্রথম প্রশ্ন হবে: "মান রাব্বুকা?" অর্থাৎ, তোমার রব (প্রতিপালক) কে?
- দ্বিতীয় প্রশ্ন হবে: "মা দীনুকা?" অর্থাৎ, তোমার দ্বীন (জীবনব্যবস্থা) কী?
- তৃতীয় প্রশ্ন হবে: "মান নাবিয়্যুকা?" অর্থাৎ, তোমার নবী কে?
- সহীহ হাদিস দ্বারা এই তিনটি প্রশ্ন প্রমাণিত, যা আল-বারা ইবনু আযিব (রাঃ) থেকে বর্ণিত হয়েছে।
- শুধুমাত্র সত্যিকারের ঈমানদার ব্যক্তিরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হবেন।