ওহী লেখক কে ছিলেন?

A বেলাল (রাঃ)

B আয়েশা (রাঃ)

C আনাস (রাঃ)

D যায়েদ ইবনে সাবেত (রাঃ)

Solution

Correct Answer: Option D

- রাসূল (সাঃ)-এর উপর যখন ওহী নাযিল হতো, তখন তিনি সাহাবীদের দ্বারা তা লিখিয়ে নিতেন।
- যারা ওহী লিখতেন, তাদের 'কাতেবে ওহী' বা 'ওহী লেখক' বলা হতো।
- যায়েদ ইবনে সাবেত (রাঃ) ছিলেন রাসূল (সাঃ)-এর একজন বিশ্বস্ত সাহাবী এবং প্রধান ওহী লেখকদের মধ্যে অন্যতম
- পরবর্তীতে, খলিফা হযরত আবু বকর (রাঃ) ও উসমান (রাঃ)-এর শাসনামলে তাঁর নেতৃত্বে কুরআন সংকলনের মহান দায়িত্ব পালিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions