কোন সুরার শুরুতে বিসমিল্লাহ নেই?

A সূরা আল ইমরান

B সূরা তাকাসুর

C সূরা আত তাওবা

D সূরা ইয়াসিন

Solution

Correct Answer: Option C

- পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে একমাত্র সূরা আত-তাওবা-এর শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা নেই।
- এর প্রধান কারণ হলো, রাসূলুল্লাহ (সাঃ) এই সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ লেখার বা পাঠ করার নির্দেশ দেননি
- খলিফা হযরত উসমান (রাঃ) এর মতে, এই সূরাটি বিষয়বস্তুর দিক থেকে এর পূর্ববর্তী সূরা 'আল-আনফাল' এর অংশবিশেষের মতো।
- সূরা আত-তাওবা চুক্তিভঙ্গকারী ও অবিশ্বাসীদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে শুরু হয়েছে।
- অন্যদিকে ‘বিসমিল্লাহ’ হলো আল্লাহর অসীম করুণা ও দয়ার প্রতীক
- তাই কঠোর বার্তা ও করুণার বিষয়বস্তুগত পার্থক্যের কারণে সাহাবীগণ এর শুরুতে ‘বিসমিল্লাহ’ যোগ করেননি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions