প্রথম কে সরকারীভাবে হাদিস লেখার আদেশ দেন?
A উমর (রাঃ)
B উসমান (রাঃ)
C আলী (রাঃ)
D উমর বিন আব্দুল আযীয (রঃ)
Solution
Correct Answer: Option D
- প্রাথমিকভাবে কুরআনের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় হাদিস লিপিবদ্ধ করা থেকে বিরত থাকা হতো।
- কিন্তু সময়ের সাথে সাথে হাদিসের হাফেজ সাহাবী ও তাবেঈগণ মৃত্যুবরণ করতে থাকলে হাদিস বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
- এই পরিস্থিতিতে, উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আযীয (রঃ) সর্বপ্রথম হাদিস সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন।
- তিনি ১০০ হিজরীতে মদিনার গভর্নর আবু বকর ইবনে হাযম সহ মুসলিম বিশ্বের বিভিন্ন আলেমদের কাছে হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করার জন্য সরকারী ফরমান জারি করেন।
- এই ফরমানের ভিত্তিতেই সর্বপ্রথম منظمভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয়, যা হাদিস শাস্ত্রের ইতিহাসে একটি মাইলফলক।