প্রথম কে সরকারীভাবে হাদিস লেখার আদেশ দেন?

A উমর (রাঃ)

B উসমান (রাঃ)

C আলী (রাঃ)

D উমর বিন আব্দুল আযীয (রঃ)

Solution

Correct Answer: Option D

- প্রাথমিকভাবে কুরআনের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কায় হাদিস লিপিবদ্ধ করা থেকে বিরত থাকা হতো।
- কিন্তু সময়ের সাথে সাথে হাদিসের হাফেজ সাহাবী ও তাবেঈগণ মৃত্যুবরণ করতে থাকলে হাদিস বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
- এই পরিস্থিতিতে, উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আযীয (রঃ) সর্বপ্রথম হাদিস সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন।
- তিনি ১০০ হিজরীতে মদিনার গভর্নর আবু বকর ইবনে হাযম সহ মুসলিম বিশ্বের বিভিন্ন আলেমদের কাছে হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করার জন্য সরকারী ফরমান জারি করেন।
- এই ফরমানের ভিত্তিতেই সর্বপ্রথম منظمভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয়, যা হাদিস শাস্ত্রের ইতিহাসে একটি মাইলফলক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions