A হাত, পা, মুখমন্ডল মুসেহ করা
B নিয়ত করা, হাত ও মুখমন্ডল মুসেহ করা
C নিয়ত করা, হাত ও পা মুসেহ করা
D হাত, পা ও মাথা মুসেহ করা
Solution
Correct Answer: Option B
- তায়াম্মুম হলো পানি পাওয়া না গেলে বা পানি ব্যবহারে অক্ষম হলে পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জনের একটি বিকল্প পদ্ধতি।
- পবিত্র কুরআনের সূরা আল-মায়িদাহর ৬ নম্বর আয়াতে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে।
- তায়াম্মুমের ফরয মোট তিনটি, যা অবশ্যই পালনীয়।
- প্রথম ফরয হলো পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করা।
- দ্বিতীয় ফরয হলো পবিত্র মাটিতে দুই হাত মেরে তা দিয়ে সম্পূর্ণ মুখমণ্ডল একবার মাসেহ (মোছা) করা।
- তৃতীয় ফরয হলো আবার মাটিতে দুই হাত মেরে তা দিয়ে উভয় হাতের কনুই পর্যন্ত একবার মাসেহ করা।