কোন সুরাতে ওজনে কম দেয়ার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে?
Solution
Correct Answer: Option A
- পবিত্র কুরআনের ৮৩ নম্বর সূরা আল-মুতাফফিফীন-এ ওজনে বা মাপে কম দেওয়ার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে।
- 'মুতাফফিফীন' শব্দের অর্থ হলো "পরিমাপে কম প্রদানকারীগণ"।
- এই সূরার প্রথম আয়াতেই (৮৩:১) আল্লাহ তায়ালা এদের জন্য "ওয়াইল" অর্থাৎ মহাধ্বংস বা কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
- সূরায় এমন ব্যক্তিদের নিন্দা করা হয়েছে যারা অন্যের থেকে নেওয়ার সময় পূর্ণ মাপে নেয়, কিন্তু দেওয়ার সময় প্রতারণা করে কম দেয়।