Solution
Correct Answer: Option C
- রাসূলুল্লাহ (সাঃ) যে সকল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, সেগুলোকে ইসলামী পরিভাষায় 'গাযওয়া' বলা হয়।
- ঐতিহাসিকদের মতে, রাসূল (সাঃ) এর জীবনে সংঘটিত গাযওয়ার সংখ্যা হলো ২৭টি।
- এই ২৭টি গাযওয়ার মধ্যে ৯টিতে তিনি সরাসরি যুদ্ধ বা সংঘাতে লিপ্ত হয়েছিলেন।
- তাঁর অংশগ্রহণ করা কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধ হলো বদর, উহুদ, খন্দক, খায়বার এবং হুনাইনের যুদ্ধ।
- যেসব অভিযানে তিনি নিজে উপস্থিত না থেকে সাহাবীদের প্রেরণ করতেন, সেগুলোকে 'সারিয়া' বলা হয়।