যাকাত বন্টনের খাত কয়টি?

A ৭টি

B ৮টি

C ৯টি

D ১০টি

Solution

Correct Answer: Option B

- পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী যাকাত বন্টনের খাত ৮টি
- খাতগুলো হলো: ফকির, মিসকিন, যাকাত আদায়কারী, অনুরাগী ব্যক্তি (নওমুসলিম), দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে সংগ্রামকারী এবং মুসাফির
- যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধ করা বা বৃদ্ধি পাওয়া; এটি ইসলামের পঞ্চম স্তম্ভের একটি
- নিসাব পরিমাণ (সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্য) সম্পদের উপর শতকরা ২.৫% হারে যাকাত প্রদান করা ফরজ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions