Solution
Correct Answer: Option A
- ইসলাম ধর্মে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো হালাল বা বৈধ উপার্জন।
- অন্যান্য ফরয ইবাদতের পর প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য হালাল জীবিকা অন্বেষণ করা একটি গুরুত্বপূর্ণ ফরয।
- রাসূলুল্লাহ (সা.) একটি হাদিসে বলেছেন, "ফরয ইবাদতগুলোর পর হালাল রুজি অন্বেষণ করাও একটি ফরয"।
- হারাম খাদ্য ও উপার্জন দ্বারা ইবাদত এবং দোয়া কবুল হয় না।
- নিজের এবং পরিবারের ভরণপোষণের জন্য বৈধ উপায়ে আয় করাকে ইসলাম সওয়াবের কাজ হিসেবে গণ্য করে।