মহানবীর উটনীর নাম কি?

A খজিলা

B কাসওয়া

C মাইসারা

D ইয়াসরিয়া

Solution

Correct Answer: Option B

- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যক্তিগত উটনীর নাম ছিল আল-কাসওয়া
- তিনি এই উটনীতে চড়েই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।
- মদিনায় প্রবেশের পর কাসওয়া যেখানে বসে পড়েছিল, সেখানেই মসজিদে নববী নির্মাণ করা হয়।
- এই উটনীটি তিনি হযরত আবু বকর (রাঃ) এর কাছ থেকে কিনেছিলেন।
- মহানবী (সাঃ) বিদায় হজ্জের ভাষণও এর পিঠে বসেই দিয়েছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions