- 'অ' বর্ণের উচ্চারণ দুই রকম।
- যথা: [অ] এবং [ও]।
- সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
- 'অ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা],।
- 'অ' বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], অদ্য [ওদো]।