Solution
Correct Answer: Option C
- আরবীতে একটি বহুল প্রচলিত প্রবাদ হলো 'হুব্বুল ওয়াতান মিনাল ঈমান'।
- এর অর্থ হলো, 'স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ'।
- যদিও এটি সরাসরি হাদিস হিসেবে প্রমাণিত নয়, এর অর্থ ইসলামিক ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ।
- হযরত মুহাম্মদ (সাঃ) নিজ জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন, যা তাঁর হিজরতের সময়ের বেদনাপ্লুত উক্তি থেকে বোঝা যায়।
- দেশের প্রতি কর্তব্য পালন, এর উন্নতি ও সুরক্ষার জন্য কাজ করাকে ইসলাম উৎসাহিত করে, যা ঈমানেরই একটি অংশ হিসেবে বিবেচিত হয়।