কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে?

A মুশরিক

B কাফির

C অত্যাচারী

D মুনাফিক

Solution

Correct Answer: Option D

- ইসলামী শিক্ষানুযায়ী, মুনাফিক অর্থাৎ যারা মুখে ইসলাম গ্রহণ করলেও মনে অবিশ্বাস পোষণ করে, তাদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নীচ স্তরে হবে।
- আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন—
“নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” (সূরা আন-নিসা: আয়াত ১৪৫)

অতএব, জাহান্নামের সর্বনিম্ন স্তানে অবস্থান করবে মুনাফিকরা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions