Solution
Correct Answer: Option D
- বছরে মোট পাঁচ দিন রোজা রাখা হারাম বা নিষিদ্ধ।
- এই দিনগুলো হলো ঈদুল ফিতরের ১ দিন এবং ঈদুল আযহার ১ দিন।
- বাকি তিন দিন হলো আইয়ামে তাশরিকের দিনগুলো, যা জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।
- ঈদুল আযহার পরের এই তিন দিনকেও ঈদের আনন্দের অংশ হিসেবে গণ্য করা হয়, তাই এ সময়ে রোজা রাখা নিষেধ।