'নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে'- এটি সূরা আনকাবুতের কত নম্বর আয়াত?
Solution
Correct Answer: Option D
- এই উক্তিটি পবিত্র কোরআনের সূরা আল-আনকাবুত থেকে নেওয়া হয়েছে।
- এটি উক্ত সূরার ৪৫ নম্বর আয়াতের অংশবিশেষ।
- আয়াতটির মূলভাব হলো, নামাজ প্রতিষ্ঠা করলে তা মানুষকে সব ধরনের অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
- সূরা আল-আনকাবুত পবিত্র কোরআনের ২৯তম সূরা।
- এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়ায় এটি একটি মাক্কী সূরা হিসেবে পরিচিত।