রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?

A হেপারিন

B হিস্টামিন

C হিমোগ্লোবিন

D লিম্পোসাইট

Solution

Correct Answer: Option A

- রক্ত হলো প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- এটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ।
- লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখায়।
- রক্তে হেপারিন থাকায় দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions