স্কুল > ইস্কুল- এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?

A আদি স্বরাগম

B মধ্য স্বরাগম

C বিপ্রকর্ষ

D অন্ত্য স্বরাগম

Solution

Correct Answer: Option A

শব্দের প্রথমে বা আদিতে স্বরধ্বনি আসলে অর্থাৎ উচ্চারণ সহজ ও সরল করার জন্য যখন কোনো শব্দের আদিতে স্বরধ্বনি আসে তাকে আদি স্বরাগম বলে। সহজ ভাষায়, শব্দের শুরুতে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন- 
- স্কুল> ইস্কুল, 
- স্টেশন> ইস্টিশন, 
- স্পর্ধা> আস্পর্ধা, 
- স্তাবল> আস্তাবল ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions