বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা ৪৫০০০ টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ সমিতিতে কতজন সদস্য ছিলেন?

A ১৫০

B ১২৫

C ১৮৫

D ৮০

Solution

Correct Answer: Option B

মনেকরি, সদস্য সংখ্যা = ক জন  
    {৪৫০০০/(ক-৫)} - (৪৫০০০/ক) = ১৫ 
=> {৩০০০/(ক-৫)} - (৩০০০/ক) = ১ 
=> (৩০০০ক - ৩০০০ক + ১৫০০০)/{ক (ক - ৫)} = ১  
=> ক - ৫ক - ১৫০০০ = ০ 
=> ক - ১২৫ক + ১২০ক - ১৫০০০ = ০ 
=> ক(ক - ১২৫) + ১২০ (ক - ১২৫) =০ 
=> (ক -১২৫) (ক + ১২০) = ০ 
=> ক - ১২৫ = ০                 অথবা, ক + ১২০ = ০ 
      ক = ১২৫                                 ক = -১২০ 
   সমিতির সদস্য ১২৫ জন                  গ্রহণযোগ্য নয় ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions