- পদ্মা নদীর উপর নির্মিত হওয়া মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু '। - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ,২০০১ সালে এবং - মূল কাজের উদ্বোধন করা হয় ২৫ জুন, ২০২২ সালে । - এর দৈর্ঘ্য ৬.১৫ কি মি এবং প্রস্থ ১৮.১০ মিটার । - এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্প্যান আছে ৪১ টি । - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
ধরি, পুত্রের বর্তমান বয়স= x বছর ∴ পিতার বর্তমান বয়স= (২x+২) বছর প্রশ্নমতে, ২x + ২ + ৫ + x + ৫ = ১০২ ⟹ ৩x= ১০২-১২ ∴ x= ৩০ সুতরাং, পুত্রের বর্তমান বয়স ৩০ বছর।
এখানে, দুটি সংখ্যার অনুপাত= ৮:৫ ∴ দুটি সংখ্যার যোগফল= ৮+৫= ১৩ ক. (৫২/১৩)= ৪ খ. (১০৫/১৩)= ৮.০৮ গ. (১৪৩/১৩)= ১১ ∴ ১০৫ সঙ্খাটিকে প্রদত্ত সংখ্যা দুটির যোগফল আকারে প্রকাশ করা যায় না।
অপু যদি প্রথম ৭ বারের চেষ্টায় ৭টিই লাল এবং পরের তিন বারের চেষ্টায় ৩টি সবুজ মার্বেল বের করে তবে ১১তম বারে ৩টি কালো মার্বেল থেকে একটি মার্বেল বের করবে। অর্থাৎ কমপক্ষে ১১টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ধরি, মোট কর্মকর্তা= ১০০ জন ∴ মহিলা কর্মকর্তা= ১০০x(৪০/১০০) বা ৪০ জন এবং পুরুষ কর্মকর্তা= (১০০০-৪০) বা ৬০ জন বিবাহিত পুরুষ কর্মকর্তার সংখ্যা= ৬০x(৩০/১০০) বা ১৮ জন বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা= ৪০x(৫০/১০০) বা ২০ ∴ অবিবাহিত কর্মকর্তার সংখ্যা= ১০০- (১৮+২০) বা ৬২ জন সুতরাং কোম্পানির শতকরা সংখ্যা ৬২ জন কর্মকর্তা অবিবাহিত।
- কোনো ইমেইলে Carbon Copy- এর abbreviation হিসেবে cc থাকে। - cc- এর স্থলে যে সকল ব্যক্তি উক্ত mail বা message টি পাবেন তাদের লিস্ট থাকে। - এই ক্ষেত্রে সকল cc গ্রহীতা দেখতে পাবেন ঐ message টি আর কে কে পাবেন। - BCC- এর পূর্ণরূপ Blind Carbon Copy । - এক্ষেত্রেও গ্রহীতাদের list থাকে কিন্তু কোনো গ্রহীতাই জানতে পারবেন না কে কে ঐ message পাবেন এক্ষেত্রে list hidden থাকে।
- 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। - ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী- ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। - স্বাধীনতার জ্বলন্ত প্রমাণ কে ধরে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থাপতি 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি শিল্পী নিতুন কুন্ডু।
- URL- এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator. - কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। - URL হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা। -পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে। - প্রতিটি URL- এ থাকে ওয়েব প্রটোকল, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি/ ফোল্ডারের নাম এবং html ফাইল নাম।
- 'ভাসানচর' মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট দ্বীপ, যা নোয়াখালী জেলার উপজেলা হাতিয়ায় অবস্থিত। - চরটি স্থানীয়ভাবে ঠেঙ্গারচর ও জালিয়াচর নামেও পরিচিত। - দেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার প্রেক্ষাপটে এখানে তাদের জন্য অস্থায়ী বসতি নির্মাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
- ৯ নভেম্বর ২০২০ পেরুর বিরোধী দলীয় নিয়ন্ত্রণাধীন কংগ্রেসে দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা। - এরপর ১০ নভেম্বর ২০২০ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন স্পিকার ম্যানুয়েল মেরিনো। - ভিসকারার ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরু জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। - এই বিক্ষোভে অন্তর্বর্তী প্রেসিডেন্ট পুলিশি ক্ষমতা প্রয়োগ করলে পরিস্থিতি উল্টে গিয়ে প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়। - এরপর ১৭ নভেম্বর ২০২০ নতুন করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন ফ্রান্সিসকো সাগাস্তি। - ফলে এক সপ্তাহে তিনবার প্রেসিডেন্ট বদল হয়। - পেরুর বর্তমান ৬৪তম রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে।
বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে— 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।'
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ নেই। - তবে সংবিধানে ৬৬(১) অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার নূন্যতম পঁচিশ বছর বয়স হওয়ার কথা উল্লেখ আছে। - বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমত নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য নির্বাচিত হতে হয় এবং এ সূত্রেই প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স পঁচিশ বছর ধরা হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদের গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ১৯২১ সালের ১ জুলাই ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৭৭ জন ছাত্র-ছাত্রী, ৩টি আবাসিক হল(সলিমুল্লাহ, জগন্নাথ, শহীদুল্লাহ হল) নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। - উল্লেখ্য, ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।