বাংলাদেশ গ্যাস ফিল্ড’স কোম্পানি (সহকারী ব্যবস্থাপক) - ১০.০৩.২০১৭ (50 টি প্রশ্ন )
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা হিসেবে ধরে নিয়ে ১৯৮০ সালে ২৬ মার্চকে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।

- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও 'সর্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাক' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়।

- সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
- সমুদ্রের পানি হলো লবণাক্ত। বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় ৩.৫% (৩৫ গ্রাম/লিটার), এর অর্থ ১ কিলোগ্রামে ৩৫ গ্রাম দ্রবীভূত লবণ রয়েছে।

-সমুদ্রপৃষ্ঠের গড় ঘনত্ব ১.০২৫ গ্রাম/লিটার (৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়)। সমুদ্রের জল স্বাদু পানি ও বিশুদ্ধ জলের চেয়ে ঘন, কারণ সমুদ্রের পানিতে নানান পদার্থ দ্রবীভূত থাকে ।

- সমুদ্রের জলের যত লবণাক্ততা বাড়ে, এর হিমাঙ্ক তত কমে যায়। সমুদ্রের পানির হিমাঙ্ক প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পানি খানিকটা ক্ষারীয় (পিএইচ ৭.৫ থেকে ৮.৫৪) ।
'G-15' বা গ্রুপ অফ ফিফটিন হল তৃতীয় বিশ্বের দেশগুলির একটি আর্থিক গোষ্ঠী। এই গ্রুপটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এর উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করা।

'G-15'-এর কয়েকটি বৈশিষ্ট্য:
১. এটি মূলত দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার উপর ফোকাস করে।
২. সদস্য দেশগুলি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে।
৩. এর লক্ষ্য হল বিশ্ব বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা করা।

==========================
জাতিসংঘের অনুরূপ আর্থিক গোষ্ঠী:
জাতিসংঘের অধীনে 'G-77' নামে একটি বড় আর্থিক গোষ্ঠী রয়েছে। এটি 'Group of 77' নামেও পরিচিত।
১. G-77 ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
২. এটি উন্নয়নশীল দেশগুলির সবচেয়ে বড় আন্তঃসরকারি সংগঠন।
৩. বর্তমানে এর সদস্য সংখ্যা ১৩৪টি দেশ, যদিও নামে এখনও '77' রয়ে গেছে।
৪. এর প্রধান উদ্দেশ্য হল দক্ষিণের দেশগুলির অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের যৌথ আলাপ-আলোচনার ক্ষমতা বৃদ্ধি করা।
- The Economist Intelligence Unit 2023 সালের Global Livability Index প্রকাশ করেছে।

- এতে বিশ্বের ১৭৩ টি শহরকে তালিকাভূক্ত করা হয়েছে। এ সময় শহরগুলির Stability, Healthcare, Culture and environment, Education, Infrastructure ইত্যাদি বিবেচনায় আনা হয়েছে ছিলো।

- এতে ১ নম্বর অবস্থানে আছে অস্ট্রিয়ার ভিয়েনা। এবং এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শহরটি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে স্থান পেয়েছে। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকা ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর লক্ষ্যগুলো হলোঃ
১. দারিদ্র্য নির্মূল;
২. ক্ষুধামুক্তি;
৩. সুস্বাস্থ্য;
৪. মানসম্পন্ন শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. বৈষম্য হ্রাস;
১১. টেকসই শহর ও জনগণ:
১২. পরিমিত ভোগ;
১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ:
১৪, পানির নিচে প্রাণ;
১৫. স্থলভাগের জীবন;
১৬. শান্তি ও ন্যায়বিচার এবং
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
♦ নোবেল পুরস্কার ২০২৩__
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য
- কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানারে কাছে ১৯৯৮ সালে।

- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মাইক্রোনেশিয়া ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ।
- প্রশান্ত মহাসাগরের ৫টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এগুলো হলোঃ মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ ও পালাউ।
মাইক্রোনেশিয়া সম্পর্কে চাকরি পরীক্ষায় আসতে পারে এমন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- মাইক্রোনেশিয়ার রাজধানী হল পালিকির (Palikir)।
- মাইক্রোনেশিয়ার অফিসিয়াল মুদ্রা হল মার্কিন ডলার।
- এটি একটি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
- এর আয়তন প্রায় ৭০২ বর্গ কিলোমিটার।
- মাইক্রোনেশিয়ার সরকারি ভাষা হল ইংরেজি।
- মাইক্রোনেশিয়া ১৯৮৬ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ ট্রাস্ট টেরিটরি থেকে স্বাধীনতা লাভ করে।
- মাইক্রোনেশিয়া ১৯৯১ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জাতীয় এনসাইক্লোপিডিয়া প্রথম বাংলাদেশী বিশ্বকোষ। এটি প্রিন্ট, সিডি-রম ফর্ম্যাট এবং অনলাইনে, বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই উপলব্ধ।

- মুদ্রণ সংস্করণে ৫০০ পৃষ্ঠার দশটি ভলিউম রয়েছে। প্রথম সংস্করণ ২০০৩ সালের জানুয়ারিতে 'এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ' (Asiatic Society of Bangladesh ) দ্বারা প্রকাশিত হয়েছিল।

- প্রতি দুই বছর অন্তর এটি আপডেট করার পরিকল্পনা নিয়েছে।
- বেনগাজি লিবিয়ার একটি শহর। ভূমধ্যসাগরের সিডা উপসাগরে অবস্থিত, বেনগাজি একটি প্রধান সমুদ্রবন্দর এবং দেশের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর।
- স্যার ফজলে হাসান আবেদ একজন বাংলাদেশী সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

- সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার (১৯৮০), ইউনেস্কো নোমা পুরস্কার (১৯৮৫), ইউনিসেফ মরিস পেট পুরস্কার (১৯৯২) এবং গেট ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার (২০০৪) লাভ করেছেন।

- দারিদ্র বিমোচন এবং দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করে।
- জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women প্রতিষ্ঠিত হয় ২ জুলাই ২০১০ সালে। এই সংস্থাটির অফিসিয়াল নাম হলো United Nations Entiti for Gender Equality and the Empowerment of Women.
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।
- UN Women-এর প্রধান উদ্দেশ্য হল বিশ্বব্যাপী নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা।
- চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট ছিলেন UN Women-এর প্রথম প্রধান নির্বাহী।
- ২০২১ সাল থেকে সিমা বাহাউস UN Women-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ২০১৪ সালে UN Women "HeForShe" নামে একটি বিশ্বব্যাপী আন্দোলন শুরু করে, যার লক্ষ্য লিঙ্গ সমতায় পুরুষদের সম্পৃক্ত করা।
- UN Women আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) এবং নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস (২৫ নভেম্বর) উদযাপনে নেতৃত্ব দেয়।

পূর্বসূরি সংস্থা: UN Women চারটি পূর্বের জাতিসংঘ সংস্থার সমন্বয়ে গঠিত:
- Division for the Advancement of Women (DAW)
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW)
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI)
- United Nations Development Fund for Women (UNIFEM)


- বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও 'রেডিও পদ্মা' (যাত্রা শুরু ৭ অক্টোবর ২০১১)। উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও 'কৃষি রেডিওঁ'।

- Radio foorti যাত্রা শুরু করে ২২ সেপ্টেম্বর ২০০৬ সালে,

- ABC Radio যাত্রা শুরু করে ৭ জানুয়ারি ২০০৯ সালে;

- Radio Amar যাত্রা শুরু করে ১১ ডিসেম্বর ২০০৭ সালে।
- রেলপথ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে রেলপথ ও রেলগাড়ির উন্নয়নে পরিকল্পনা গ্রহণ, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা।

- পূর্বে এই মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন বিভাগের অধীনে ছিল।

- ২৮ এপ্রিল ২০১১ সালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় রেলপথ বিভাগ সৃষ্টি করে এবং মন্ত্রীপরিষদ বিভাগের ৪ ডিসেম্বর ২০১১ সালে এস আরও নং ৩৬১ আইন/২০১১ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় গঠিত হয়।
- European city-state of Monaco is the most densely populated country with a population density of 25,105 people per sq. km (67,612/sq mile).

- Chinese territory of Macau has the world's 2nd highest population density at 21,151/km².
কিছু আলোচিত বিপ্লবঃ
বিপ্লবের নাম ----- সময়কাল -----দেশ
অরেঞ্জ বিপ্লব ---  ২০০৪ ---- ইউক্রেন
রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব ---- ১৯১৭ -- রাশিয়া
ফরাসি বিপ্লব -----১৭৮৯-১৭৯৯ --- ফ্রান্স 
শিল্প বিপ্লব -------১৭৮০-১৮৫০ ------ ইংল্যান্ড
টিউলিপ বিপ্লব ----২০০৫ ------ কিরগিজস্থান
ভেলভেট বিপ্লব ------ ১৯৮৯ --- চেকোস্লোভিয়া
- বাংলাদেশের পুঁজি নিয়ন্ত্রক সংস্থা হলো Bangladesh Securities and Exchange Commission সংক্ষেপে BSEC.

- BSEC এর অঙ্গ সংগঠন দুইটি। যথাঃ DSE (Dhaka Stock Exchange) এবং CSE (Chittagang Stock Exchange).

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'মনপুরা ৭০' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম।

- তিনি এই চিত্রকর্মটি ১০ নভেম্বর ১৯৭০ সালে মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে এঁকেছিলেন।

- তাঁর আরো কিছু বিখ্যাত চিত্রকর্ম হলোঃ ম্যাডোনা-৪৩, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধু, নবান্ন, মইটানা ইত্যাদি।
প্রশ্নে বলা হচ্ছে, শ্যামা প্রতিটি টিকেট বিক্রয় করে ১১ টাকা করে লাভ করে। কিন্তু ১০০টি টিকিট বিক্রির পর সে প্রতি টিকিটে আরো ২ টাকা করে বেশি লাভ করে। শ্যামা মোট ২,৪০০ টাকার টিকিট বিক্রয় করলে সে কতটি টিকিট বিক্রয় করেছিল?

ধরি, Shama টিকেট sell করেছে = x টি
∴ Bonus ছাড়া all টিকেটের মূল্য = 11x টাকা
∴ Bonus টিকেটের সংখ্যা = (x - 100) টি

প্রশ্নানুসারে 11x + 2(x - 100 ) =2400
⇒ 11x + 2x - 200 = 2400
⇒ 13x = 2600
∴ x = 200

∴ Shama মোট টিকেট sell করেছিল 200 টি।
প্রশ্নে বলা হচ্ছে, এক দোকানদার একটি TV বিক্রয় করে 45% মুনাফা করে। ছাড়ে বিক্রয়ের সময়, তার মুনাফা কমিয়ে 40% করলো। এর ফলে তার বিক্রয় 10% বেড়ে গেল। নতুন মুনাফা ও আগের মুনাফার অনুপাত কত?

মনেকরি, 45% profit-এ TV sell করে = x টি।
∴ x টি TV- তে Profit = x × 45% = 0.45x

আবার, 10% sales বৃদ্ধিতে New sales
(x + x x 10% ) = 1.10x
∴ Profit (1.10x x 40%) = 110x/100 x 40/100 = 0.44x

∴  New profit: Usual profit
= 0.44x : 0.45x
= 0.44x/0.45x
= 44/45
= 44 : 45
প্রশ্নে বলা হচ্ছে, 4a3 এর সাথে 984 যোগ করলে যোগফল হয় 13b7 যা আবার 11 দ্বারা বিভাজ্য। তাহলে, (a + b) = কত?

দেয়া আছে, 4a3
               984
            _______
              13b7
যেহেতু, 13b7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য
তাই a + 8 = b হবে। = 1 হবে ।
এখানে, a = 0 অথবা, a = 1 হবে। a = 0 হলে b = 8.
কিংবা a = 1 হলে b = 9 হবে।
তাই সংখ্যাটি হয় 1387 বা 1397 হবে।
কিন্তু 1387 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়
এবং 1397 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য।

∴ a + b=1 + 9 = 10 হবে।
প্রশ্নে বলা হচ্ছে, একটি চিড়িয়াখানায় বাঘ ও জেব্রার অনুপাত ৪ : ৭। ঐ চিড়িয়াখানায় বাঘের চেয়ে জেব্রার সংখ্যা ২৭টি বেশি হলে বাঘের সংখ্যা কত?

ধরি, বাঘ এবং জেব্রার সংখ্যা যথাক্রমে 4x ও 7x

প্রশ্নানুসারে, 7x - 4x = 27
⇒ 3x = 27
∴ x = 9

∴ বাঘের সংখ্যা = 4x = 4 x 9 = 36 টি।
- প্রশ্নে বলা হচ্ছে, X দ্রব্যের দাম প্রতিবছর ৪0 পয়সা করে বাড়ে আর Y এর দাম ১৫ পয়সা করে বাড়ে। যদি ২০০১ সালে X দ্রব্যের দাম ৪.২০ টাকা এবং Y এর দাম ৬.৩০ টাকা হলে কত সালে X এর দাম Y এর চেয়ে ৪০ পয়সা বেশি ছিল?

মনেকরি, Z বছর পর X পণ্যের মূল্য Y পণ্যের চেয়ে 40 পয়সা বেশি হবে।
প্রশ্নানুসারে,
(4.20 + 0.40Z) - (6.30 + 0.15Z) = 0.40
⇒ 4.20 + 0.40Z - 6.30 - 0.15Z =0.40
⇒ 0.25Z = 0.40+ 2.1
⇒ 0.25Z = 2.5
∴ Z = 10
∴ 2001 সাল থেকে 10 বছর পর অর্থাৎ 2011 সালে X পণ্যের মূল্য Y পণ্যের চেয়ে 40 পয়সা বেশি হবে।
প্রশ্নে বলা হচ্ছে একটি নৌকা মালভর্তি থাকা অবস্থায় , যে গতিতে চলে, খালি থাকলে তার দ্বিগুণ গতিতে চলে। মালভর্তি নৌকাটি ২০ কিলোমিটার উত্তরে যেয়ে ৩০ মিনিটে মাল খালাস করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসে। যাওয়া-আসা করতে মোট ৮ ঘণ্টা সময় নিলে খালি অবস্থায় যাওয়ার সময় নৌকাটির বেগ কত ছিল?

আমরা জানি, Time = Distance/Speed
প্রশ্নানুসারে, 20/x +  20/2x = 7(1/2)
[∴ 30 মিনিট সময় ধরে Unloading করতে হয়েছে, তাই 30 মিনিট বাস দেওয়া হয়েছে]
⇒ (40 + 20)/2x = 15/2
⇒ 30x = 80 + 40
∴ x = 4
∴ Empty Barge-এর গতি = 2 x 4 = 8 mph
‘ছুঁচোর কেত্তন' বাগধারাটির অর্থ অবিরাম কলহ।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
ব্যাঙের আধুলি— সামান্য সম্পদ,
ভূশণ্ডির কাক— দীর্ঘজীবী,
তাসের ঘর— ক্ষণস্থায়ী বস্তু,
গোঁফ খেজুরে— নিতান্ত অলস।
- রাজা কৃষ্ণচন্দ্র তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন।
- 'নিরবধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ 'নিঃ + অবধি'।
- এটি একটি বিসর্গ সন্ধি ।
- এরূপঃ নিঃ + আকার = নিরাকার, আশীঃ + বাদ = আশীর্বাদ, দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
‘Civil' এর পরিভাষা দেওয়ানি

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ ঃ
Civil society:- সুশীল সমাজ
Climax:- মহামুহুর্ত
Executive:- নির্বাহী
Excise duty:- আবগারী শুল্ক
Epicurism:- ভোগবাদ
Housing:- আবাসন
Hierarchy:- আধিপত্য পরস্পরা
Hybrid:- উচ্চফলনশীল

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0