- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী স্থাপন করা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতোলার আম্রকাননে । - এখানে ১৯৭০ এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল 'মুজিব নগর সরকার ' গঠন করা হয় । - ১৭ এপ্রিল, ১৯৭১ সালে এ সরকার শপথ গ্রহণ করে।
- মধ্যপ্রাচ্য থেকে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হল কাতার। - ২০২৩ সালের তথ্য অনুযায়ী, কাতার বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় ৩০% সরবরাহ করে। - তাদের বিশাল উত্তর ফিল্ড গ্যাসক্ষেত্র বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রগুলির মধ্যে একটি, যা তাদেরকে এই অঞ্চলে নেতৃস্থানীয় রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করে।
- যুক্তরাষ্ট্রের ৪২ তম রাষ্ট্রপতি বিল ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম My life । - এটি ২০০৪ সালে প্রকাশিত হয় । - 'My Life ' হচ্ছে একটি autobiography.
- ১৯১৬ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ এর যাত্রা শুরু হয় । - এরপর ১৯৭৫ সালে টুর্নামেন্টির নামকরণ করা হয় কোপা আমেরিকা। - ২০২১ সালে কোপা আমেরিকার ৪৭তম আসরের ব্রাজিল । - এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা । - ২০২৪ কোপা আমেরিকা ৪৮তম আসরের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। - এই আসরটি ২০২৪ সালের ২০শে জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত কনকাকাফের সহ-আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে। - মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৬ সালে কোপা আমেরিকার আসর আয়োজন করার দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতাটি আয়োজন করবে। - এই আসরের বিজয়ী দল পরবর্তীকালে ২০২৫ কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে উয়েফা ইউরো ২০২৪-এর বিজয়ী দলের মুখোমুখি হবে। - এই আসরে অংশগ্রহণের মাধ্যমে কানাডা কোপা আমেরিকায় অভিষেক করবে।
- জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত । - জাতিসংঘ সনদ অনুযায়ী ,আন্তর্জাতিক বিষয়াবলীতে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে । - সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় । - জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সেপ্টেম্বর ,২০২১ থেকে সেপ্টেম্বর ,২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ সহ -সভাপতির দায়িত্ব পালন করবে ।
- তথ্য ও যোগাযোগ করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যোগাযোগ তৈরির ঘোষণা দেয়া হয় । - এ মিডিয়ার মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য ,উপাত্ত ও যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেট প্লেস ও গ্রুপ তৈরি করতে পারে । - অন্যদিকে ,সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান -প্রদানের জন্য ২০১৬ সালে চালু করা হয়েছে মেসেজিং এপ 'আলাপন' । - পিপীলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, ২০১৩ সালে এটি চালু হয় ।
- ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আর.বি সাহা নামে এক ব্যবসায়ী 'ঢাকা ট্যানারি ' নামে বাংলাদেশে ট্যানারি শিল্পের সুত্রপাত করে । - পরবর্তীতে ১৯৫০ সালের পর ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্পের কার্যক্রম শুরু হয় ।
- সমতলে mouse নড়াচড়া করলে কম্পিউটারের মনিটরে একটি তীর বা হাতের মত চিহ্ন (ছোট আলক রেখা ) নড়াচড়া করতে দেখা যায় ,একে cursor বলে। - এ রেখার মাধ্যমে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয় ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Clipboard কম্পিউটারের RAM এর একটি বিশেষ মেমরি ,যেখানে কোন Data অন্য কোন স্থানে paste করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে । - অর্থাৎ যখন কোন programm এর Edit menu থেকে cut বা copy কমান্ড দিয়ে কোন text ,image অথবা কোন ধরনের data file সিলেকশন করা হয় , তখন তা clipboard এ জমা হয় ।
- Sunshine Policy এর সাথে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া জড়িত । - দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও উত্তেজনা নিরসনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং ১৯৯৮ সালে যে নীতি গ্রহণ করেন তা Sunshine Policy নামে পরিচিত । - Sunshine Policy -এর কারণে 2000 সালে কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ।
- ব্রিটিশ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজ্যাক নিউটন এর বিখ্যাত গ্রন্থের নাম Philosophiae Naturalis Principia Mathematica, গ্রন্থ্যটি ১৬৮৭ প্রকাশিত হয় । - পদার্থ বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় (নিউটনের গতি সুত্র , সার্বজনীন মহাকর্ষ তত্ত্ব ও কেপলার গ্রহীয় গতি সম্পর্কিত এতে আলোচিত হয় ।
- আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র । - দেশটির জনসংখ্যা প্রায় ৩২-১০০ লাখ । - শক্তি ব্যবহারে বিশ্বে দেশটির অবস্থান ৭৩ তম । - তবে মাথাপিছু শক্তি ব্যবহারের বিশ্বে প্রথম স্থানে।
- গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ । - এর আয়তন ২১৬৬০৮৬ বর্গ কি.মি । - এটি ডেনমার্কের সব-নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে স্বীকৃত । - তবে ভৌগলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত ।
- International Standard Book Number সমস্ত বইয়ের বারকোড চিহ্নিতকরণের জন্য ব্যবহৃত একটি অনন্য সংখ্যায়ন পদ্ধতি ,যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। - ১৯৬৬ সালে যুক্তরাজ্যে এই সংখ্যায়ন পদ্ধতি প্রবর্তন করা হয় ।
- পৃথিবীর ভু-অভ্যন্তরে টেকটোনিক প্লেটগুলো অনবরত গতিশীল । - এ গতিময়তার মধ্যে যখন দুই বা ততোধিক প্লেটের সাথে সংঘর্ষ হয় ,তখন সেখান থেকে উৎপন্ন শক্তি তরঙ্গ আকারে চতুর্দিক ছড়িয়ে পড়ে এবং ফলস্বরূপ মাটি কেঁপে ওঠে -যাকে আমরা ভূমিকম্প বলে থাকি।
10 টি ইঁদুরকে 10 সেকেন্ডে ধরে 10 টি বিড়াল 10 টি ইঁদুরকে 1 সেকেন্ডে ধরে 10×10 1 টি ইঁদুরকে 1 সেকেন্ডে ধরে ( 10×10 )/10 100 টি ইঁদুরকে 1 সেকেন্ডে ধরে ( 10×10×100 )/10 100 টি ইঁদুরকে 1 সেকেন্ডে ধরে( 10×10×100 )/10×100 = 10 টি বিড়াল
১. Predictions: এখানে "predictions" হচ্ছে বাক্যের মূল বিষয়।
২. Twenty years ago: এই অংশটি সময়ের নির্দেশনা দেয়, যা জানায় যে এই ভবিষ্যদ্বাণীগুলো কবে করা হয়েছিল।
৩. That: "That" এখানে conjunction হিসেবে কাজ করছে, যা বাক্যের বাকী অংশের সাথে পূর্বের অংশকে যুক্ত করে।
৪. বাক্যের সঠিক অর্থ বজায় রাখা: "Predictions twenty years ago that" এই অংশটি সঠিক কারণ এটি পুরো বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করে। বাক্যের অর্থ হচ্ছে, "বিশ বছর আগে করা ভবিষ্যদ্বাণীগুলো," এবং এই ভবিষ্যদ্বাণীগুলো কী ছিল তা স্পষ্ট করার জন্য "that" প্রয়োজন।
অন্য অপশনগুলো ভুল কেন?
B) predictions twenty years ago: এটি পুরো অর্থ প্রকাশ করতে ব্যর্থ। এখানে "that" না থাকায় বাক্যের পরের অংশের সাথে সংযোগ ঘটে না, ফলে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে।
C) twenty years ago, predictions that: এটি বাক্যের গঠনকে বিঘ্নিত করে এবং সঠিক অর্থ প্রকাশ করতে পারে না।
D) predictions twenty years ago: এটি অপশন B এর মতই, যেখানে "that" না থাকায় বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায় না।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
মূল বাক্যটি স্পষ্ট নয় এবং এর গঠনগত ত্রুটি রয়েছে। "That if an innocent act" অংশটি বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করতে ব্যর্থ। এটি বোঝানো উচিত যে এমনকি একটি নিরীহ কাজও একজন মানুষকে সমস্যায় ফেলে দিতে পারে।
সঠিক উত্তরের বিশ্লেষণ:
১. Syntactic Correctness: "That even an innocent act" বাক্যের গঠনকে সঠিকভাবে প্রতিষ্ঠা করে এবং বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝায়।
২. Contextual Relevance: "I had never realized that even an innocent act like this could land a man into trouble." এটি স্পষ্টভাবে প্রকাশ করে যে একজন ব্যক্তি কখনো ভাবেনি যে এমনকি একটি নিরীহ কাজও সমস্যার কারণ হতে পারে। এখানে "even" শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বোঝায় যে এটি বিশেষভাবে অবাক করার মতো একটি ঘটনা।
অন্য অপশনগুলো কেন ভুল?
B) what an innocent act: এটি বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে না এবং গঠনগতভাবে সঠিক নয়। "what" শব্দটি প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়, যা এখানে প্রযোজ্য নয়।
C) what an innocent act: এই অপশনটি B এর মতোই ভুল। "what" ব্যবহারটি বাক্যের অর্থকে সঠিকভাবে বোঝাতে ব্যর্থ।
D) no improvement: মূল বাক্যটি স্পষ্ট নয় এবং গঠনগতভাবে ভুল, তাই কোনো উন্নতির প্রয়োজন নেই বলা সঠিক হবে না।
তাই, সঠিক উত্তর হচ্ছে A) that even an innocent act। এটি বাক্যটির অর্থ এবং গঠনকে সঠিকভাবে প্রকাশ করে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।