একজন বৃদ্ধের নিকট কিছু মুদ্রা ছিল যা তিনি তার দুই পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন দুজনের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বর্গের পার্থক্য প্রাপ্ত মুদ্রার সংখ্যার পার্থক্যের 36 গুন। লোকটির নিকট কয়টি মুদ্রা ছিল?
Let, He gave x coins to first son. & He gave y coins to second son.
According to question, x2 - y2 = 36 (x - y) ⇒ (x + y) (x - y) = 36 (x - y) ∴ x + y= 36 ∴ The old man have 36 coins.
Solution: ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা বিশ্বের বড় বড় সমস্যাগুলির একটি। শিল্পভিত্তিক অর্থনীতির জন্য জ্বালানী হলো একটি প্রধান হাতিয়ার যার জন্য প্রতি দশ থেকে বারো বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করতে হয়। এরই মধ্যে সস্তা, পর্যাপ্ত ও পরিবেশবান্ধব জ্বালানী শেষ হয়ে যেতে পারে। কয়লা প্রচুর আছে কিন্তু এটা পরিবেশ দূষণ করে, প্রাকৃতিক গ্যাস দুর্লভ আর তেল সর্বত্রই পাওয়া যায় না। নিউক্লিয় শক্তি খুবই দামী ও ঝুঁকিপূর্ণ।
- MS word প্রোগ্রামে Section break অপশন ব্যবহার করে কোনো ডকুমেন্টের পৃষ্ঠাকে বিভিন্ন সেকশনে বিভক্ত করা ( Split ) যায় এবং বিভিন্ন সেকশনকে সুবিধাজনকভাবে বিভিন্ন ফরমেট বা লেআউটে সাজানো যায় ।
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠান গুলো হলঃ
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো: - যুক্তরাষ্ট্র - যুক্তরাজ্য - ফ্রান্স - জার্মানি - ইতালি - কানাডা ও - জাপান।
- 2024 সালের জি 7 শীর্ষ সম্মেলন 2024 সালের জুনের মাঝামাঝি ইতালির পুগলিয়াতে অনুষ্ঠিত হবে। - 2025 সালের জি 7 শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম আফ্রিকান) মালয়েশিয়া - ৩১ জানুয়ারি ১৯৭২ (প্রথম মুসলিম দেশ)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- মায়ানমারের বর্তমান রাষ্ট্রপতি হলেন মিন অং হ্লাইং। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করেন।
- অভ্যুত্থানের পর থেকে তিনি দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামরিক সরকারের প্রধান হিসাবে কাজ করছেন।
- মিন অং হ্লাইং এর আগে মায়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন।
- তার নেতৃত্বে সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। এর পর থেকে তিনি মায়ানমারে কঠোর সামরিক শাসন প্রতিষ্ঠা করেছেন।
- শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। - (৬ অক্টোবর) নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। - ইরানে নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।
MS Word Keyboard -এর শটকার্ট ব্যবহারঃ =========================== 1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select) 2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold) 3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy) 4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা। 5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা। 6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World) 7. Ctrl + G = গো টু কমান্ড। 8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace) 9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic) 10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify) 11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink) 12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align) 13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য। 14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File) 15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open) 16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print) 17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য। 18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align) 19. Ctrl + S = ফাইল সেভ। (Save) 20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য। 21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline) 22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste) 23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File) 24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut) 25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo) 26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo) 27. কম্পিউটার Restart করতে Ctrl+Alt+Delete
- ‘World Health Day' প্রতি বছর ৭ই এপ্রিল পালিত হয়। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা পরিচালিত এবং ১৯৫০ সালে প্রথম পালন করা হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশ্য হল জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু করা।
- প্রতি বছর, WHO একটি নির্দিষ্ট থিম নির্বাচন করে যা সারা বিশ্বের স্বাস্থ্য সমস্যা এবং তার সমাধানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। - বিগত কিছু বছরের থিম ছিল: - ২০১৭: "ডিপ্রেশন: লেট'স টক" - ২০১৮: "ইউনিভার্সাল হেলথ কাভারেজ: এভরিওয়ান, এভরিহোয়ার" - ২০১৯: "হেলথ ফর অল: কভারেজ ইভ্রিওয়ান, এভরিহোয়ার" - ২০২০: "সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইভস"
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক, যা আনুষ্ঠানিকভাবে পঞ্চত্রিশতম অলিম্পিক গেমস নামে পরিচিত, ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- এটি দ্বিতীয়বারের মতো প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে, প্রথমটি ১৯০০ সালে হয়েছিল।
- ২০২৪ অলিম্পিকের জন্য ৩২টি ক্রীড়া এবং ৩০৬টি ইভেন্টের আয়োজন করা হয়েছে।
- এর মধ্যে ১৫টি ইভেন্ট নতুন, যার মধ্যে ৭টি পুরুষদের জন্য, ৭টি মহিলাদের জন্য এবং ১টি মিশ্র।
-অ্যাঞ্জেল জলপ্রপাত হল বিশ্বের সবচেয়ে উঁচু নিরবচ্ছিন্ন জলপ্রপাত,
-এটির উচ্চতা 979 মিটার (3,212 ফুট) এবং 807 মিটার (2,648 ফুট)।
-জলপ্রপাতটি ভেনেজুয়েলায় কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত।
-জলপ্রপাতের নামকরণ করা হয়েছে আমেরিকান বিমানচালক জিমি অ্যাঞ্জেলের নামে, যিনি 1933 সালে প্রথম ব্যক্তি ছিলেন।
-অ্যাঞ্জেল জলপ্রপাত দেখার সেরা সময় বর্ষাকালে, যা মে থেকে নভেম্বর পর্যন্ত। জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, এবং বিমান, নৌকা বা হেলিকপ্টারে পৌঁছানো যায়।
-অ্যাঞ্জেল জলপ্রপাত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ‘তিলোত্তমা সম্ভব’ বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি কাব্যগ্রন্থ। এবং এটিই বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ ।
মাইকেল মধুসূদন দত্তের- - প্রথম নাটক: শর্মিষ্ঠা(১৮৫৯)। - প্রথম কাব্য: তিলোত্তমা সম্ভব কাব্য(১৮৬০)। - মহাকাব্য: মেঘনাদবধ কাব্য(১৮৬১)। - শ্রেষ্ঠদান: অমিত্রাক্ষর ছন্দ।
♦ সাহিত্য স্বীকৃতি : ১.আধুনিক বাংলা কবিতার জনক ২.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ৩.প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা। ৪.সার্থক প্রহসন রচয়িতা। ৫.সার্থক নাটক রচয়িতা। ৬.বাংলাভাষায় সনেটের প্রবর্তক।
♦ সাহিত্য কর্ম: - মহাকাব্য: মেঘনাদবধ, তিলোত্তমাসম্ভব কাব্য। - গীতিকাব্য : বীরাঙ্গনা কাব্য,ব্রজাঙ্গনা কাব্য,চতুর্দশপদী কবিতাবলি। - নাট্যগ্রন্থ : শর্মিষ্ঠা,পদ্মাবতী, কৃষ্ণকুমারী,মায়াকানন। - প্রহসন :বুড়ো শালিকের ঘাঁরে রোঁ,একেই কি বলে সভ্যতা। - গদ্যকাব্য : হেক্টর বধ - ইংরেজি কাব্য: Captive lady, Vision of the past.
অর্ধ-তৎসম শব্দঃ যেসব শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দরূপে অবিকৃত নেই; অথচ পূর্ণ তদ্ভব রূপও প্রাপত হয়নি, লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙ্গে খুব সহজে উচ্চারিত হয়, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- শত্রুকে দমন করে যে - অরিন্দম - শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন - পাখির ডাক - কূজন - ভয় নাই যার - নির্ভীক - আপনাকে পন্ডিত মনে করে যে- পন্ডিতম্মন্য। - যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি৷ - শত্রুকে হত্যা করেন যিনি- শত্রুহন্তা - উপকারির অপকার করে যে- কৃতঘ্ন
- গৌড়ীয় ব্যাকরণ বাংলায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। - রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩) রচনা করেন। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। - এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন । - তার অন্যান্য রচনা হচ্ছে 'বেদান্তসার' (১৮১৫), 'ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭), 'সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) ইত্যাদি।
"বর" শব্দটির দুটি স্ত্রীবাচক রূপ আছে। এই শব্দের স্ত্রীবাচক রূপগুলি হল:
১. বধূ ২. কনে/কন্যা
অন্যান্য অপশন গুলির জন্য: A) শুক - এর স্ত্রীবাচক রূপ হল শুকী (একটি মাত্র) B) গায়ক - এর স্ত্রীবাচক রূপ হল গায়িকা (একটি মাত্র) C) খোকা - এর স্ত্রীবাচক রূপ হল খুকি (একটি মাত্র)
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।