- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে। - ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল। - বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।
প্রশ্নে বলা হচ্ছে, একটি শ্রমিক সংগঠন একজন শ্রমিকের বেতন 6% বাড়ানোর পাশাপাশি আরো 450 টাকা বোনাস হিসেবে দেয়ার জন্য ঠিক করলো। এখন একজন শ্রমিক যে বেতন পায় সেটা মূলত পূর্বে বেতনের ৪% বেতন বৃদ্ধির সমান। বেতন ও বোনাস বৃদ্ধির পূর্বে একজন শ্রমিকের বেতন কত ছিল?
মনে করি, পূর্বে Salary ছিল x টাকা প্রশ্নমতে, (x x 6%) + 450 = x x 8% ⇒ (6x/100)+450 = 8x/100 ⇒ (6x+45000)/100 = 8x/100 ⇒ 6x + 45,000 = 8x ⇒ 2x = 45,000 x = 22,500
প্রশ্নে বলা হচ্ছে 300km দূরবর্তী দুটি স্থানে দুটি বাইকার পরস্পরের দিকে একই সময় রওনা দিল। একটি স্টেশন হতে 130km দূরে তারা মিলিত হলে তাদের গতিবেগের অনুপাত কত?
ধরি, প্রথম বাইকার অতিক্রম করে = 130km দ্বিতীয় বাইকার অতিক্রম করে = 300 -130 =170km আমরা জানি, t= d/v [এখানে, t = সময়; d = দূরত্ব , v = গতিবেগ]
এখন ধরি, প্রথমজনের গতিবেগ v1 এবং দ্বিতীয় জনের গতিবেগ v2 সময় একই চলে বলে, d1/v1 = d2/v2 ⇒ 130/v1 = 170/v2 ⇒ v2/v1 = 170/130 ⇒ v2:v1 = 17:13
প্রশ্নে বলা হচ্ছে 18,700 টাকায় একটি Plot বিক্রয় করে মালিক 15% ক্ষতি করলো। Plot টি কত দামে বিক্রি করলে তিনি 15% লাভ করতেন? 15% ক্ষতিতে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 100 – 15 = 85 টাকা এখন, বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা ∴ বিক্রয়মূল্য 18,700 টাকা হলে ক্রয়মূল্য= (100 x 18700)/85 = 22,000 টাকা
প্রশ্নে বলা হচ্ছে, বৃত্তকলা ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 3 : 5 হলে বৃত্তকলার বৃত্তচাপ ও বৃত্তের পরিধির অনুপাত কত?
আমরা জানি, বৃত্তকলা ও বৃত্তের ব্যাসার্ধ r হলে রেডিয়ানে বৃত্তকলার ক্ষেত্রফল=Qr²/r বর্গ একক এবং বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য Qr একক আবার আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গ একক এবং পরিধি = 2πr একক প্রশ্নমতে,( Qr²/r)/πr² = 3/5 or, (Qr²/2) x (1/πr²) = 3/5 or, Qr/2πr = 3/5
- Encroach অর্থ সীমালঙ্ঘন করা। - Trespass অর্থ সীমানালঙ্ঘন করা। - Spread অর্থ মেলে দেয়া। - Infest অর্থ উপদ্রব / উপসৃষ্ট করা। - Weaken অর্থ দুর্বল(তর) করা।
- Past indefinite tense Passive নিয়ম হলোঃ Object + was / were + Verb এর Past participle রূপ + by + subject. - বাক্যের অর্থঃ খুব শীগ্রই তারা একটি মিটিং করেছিল।
- বাক্যটিতে Pour cold water on অর্থ হলো নিরুৎসাহিত করা যার সমার্থক হলো Discourage. - কিন্তু, Encourage অর্থ সাহস যোগানো। - To be calm অর্থ শাস্ত হওয়া। - Deceive অর্থ প্রতারণা করা ।
- বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস। - যিনি বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। - কিন্তু, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিক যিনি সতীদাহ প্রথার অবসান ঘটান ।
নোবেল পুরস্কার ২০২৩ • মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪। • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।
চিকিৎসা বিজ্ঞানঃ ১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি) ২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র) করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।
রসায়নঃ ১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন) ২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স) ৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র) কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।
অর্থনীতিঃ ১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র) শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।
পদার্থবিজ্ঞানঃ ১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র) ২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি) ৩. অ্যান লিয়ের(ফ্রান্স) পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।
শান্তিঃ ১. নার্গিস মোহাম্মদি(ইরান) নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।
সাহিত্যঃ ১. জন ফসে(নরওয়ে) উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বাক্যের মূল Subject যে Verb গুলোর সাহায্যে কোনো কাজ নিজে না করে অন্যের সাহায্যে করে সে Verb গুলোর Causative verb বলে। - এক্ষেত্রে নিয়ম হলোঃ Subject + have/had + helper (যাকে দিয়ে করায়) + মূল verb + অবশিষ্ট । - বাক্যের অর্থঃ সময়সীমা প্রায় শেষের দিকে, তাই মিসেস জামাল তার ছাত্রদের দিয়ে তাদের রচনাগুলির কাজ সম্পন্ন করে নিলেন।
- Whose শব্দটির অর্থ 'যার’। আর এখানে two of whose brothers অর্থ যার দুই ভাই । - বাক্যের অর্থঃ রাশেদ, যার দুই ভাই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার স্নাতক পরীক্ষার পর একজন স্কুল শিক্ষক হতে চান ।
বাক্যের Convict of something ব্যবহৃত যার অর্থ কোন কিছুর দোষে সাব্যস্ত হওয়া । বাক্যের অর্থঃ আমার স্বামী তাকে জিজ্ঞেসা করেছিলো যে তিনি কোনো অপরাধে দণ্ডিত হয়েছিলেন কি না ।
- বাংলা ভাষার উপভাষাকে প্রধানত ৫ ভাগে ভাগ করা যায়। - এগুলো হলোঃ রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ); ঝাড়খণ্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূত, মানভূত, পুরুলিয়া অঞ্চল); বরেন্দ্রি (উত্তর বঙ্গ); বাঙ্গালি (পূর্ব ও দক্ষিণ বাংলাদেশ); কামরূপি (উত্তর পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়)।
- পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়। এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো- ইউরোপীয়। - ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়। - আফ্রিকীয় ও দ্রাবিড়ীয় ভাষাবংশের নাম, তবে হিস্পানি কোনো ভাষাবংশের নাম নয়।
- শব্দের উত্তরে যেসব প্রত্যয় মুক্ত হয়ে লঙ্ঘন শব্দ গঠন করে তাদেরকে তদ্ধিতান্ত শব্দ বলে। - উপরিউক্ত প্রশ্নে ছাপা শব্দের সাথে খানা প্রত্যয় যুক্ত হয়ে ছাপাখানা গঠিত হয়েছে।
- "কাজটা ভালো দেখায় না" এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। - উল্লেখ্য, কর্তাকে বিন্দুমাত্র প্রাধান্য না দিয়ে ছদি শুধু কর্মকেই প্রাধান্য দেয়া হয় তবে তাই হবে কর্মকর্তৃবাচ্য। - অর্থাৎ বিষয়টি এমন হবে যে, কে কর্তা তা আমরা ভুল করেও মনে করি না। কেবল তার তৈরিকৃত জিনিসটির বা কাজটির বা সৃষ্টিটির বা কর্মটির কথাই আমাদের মনে আসে। - যেমনঃ "কাজটা ভালো দেখায় না" কে কাজটি করে সেই কর্তাকে গুরুত্ব না দিয়ে আমরা কাজটির উপরই গুরুত্ব দেই।
- যেখানে লিঙ্গবোধকে গৌণ করে দেখা যেতে পারে সেক্ষেত্রে কিছু শব্দকে উভয় লিঙ্গ করে নেয়া হয়। - যেমনঃ চবি, সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি। - সভাপতি শব্দটি উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা যায়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ধন্যাত্মক শব্দদ্বিত্ব হলো দুটি শব্দের একত্রে প্রয়োগ যা একটি ধন্যাত্মক অর্থ প্রকাশ করে। - "পটাপট" শব্দটি দ্রুত গতিতে কিছু করার কথা বলে। - অতএব, "পটাপট" শব্দটি একটি ধন্যাত্মক শব্দদ্বিত্ব।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।