বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (সহকারী ব্যবস্থাপক) - ১৬.১০.২০২১ (30 টি প্রশ্ন )
পোল্যান্ডের টেনিস তারকা নোভাক জোকোভিচ US Open 2023 এ শিরোপা অর্জন করেন।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল যাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

দেয়া আছে, 4x = 52
∴ x = 52/4 = 13

অতএব, x² – 5²
       = 13² - 5²
       = 169 – 25
       = 144
প্রশ্নে বলা হচ্ছে যে, 8.5 টাকা বর্গফুট মিটার হিসেবে একটি মেঝে ঢাকতে মোট 510 টাকা খরচ হয়। কক্ষটির দৈর্ঘ্য ৪ মিটার হলে গ্রন্থ কত?

কক্ষটির ক্ষেত্রফল = 510/8.5
                       = 60 বর্গমিটার
যেহেতু কক্ষটির দৈর্ঘ্য = ৪ মিটার

 প্রস্থ = 60/8 = 7.5 মিটার
প্রশ্নে বলা হচ্ছে, একটি শ্রমিক সংগঠন একজন শ্রমিকের বেতন 6% বাড়ানোর পাশাপাশি আরো 450 টাকা বোনাস হিসেবে দেয়ার জন্য ঠিক করলো। এখন একজন শ্রমিক যে বেতন পায় সেটা মূলত পূর্বে বেতনের ৪% বেতন বৃদ্ধির সমান। বেতন ও বোনাস বৃদ্ধির পূর্বে একজন শ্রমিকের বেতন কত ছিল?

মনে করি, পূর্বে Salary ছিল x টাকা
প্রশ্নমতে, (x x 6%) + 450 = x x 8%
⇒ (6x/100)+450 = 8x/100
⇒ (6x+45000)/100 = 8x/100 
⇒ 6x + 45,000 = 8x
⇒ 2x = 45,000
    x = 22,500
প্রশ্নে বলা হচ্ছে 300km দূরবর্তী দুটি স্থানে দুটি বাইকার পরস্পরের দিকে একই সময় রওনা দিল। একটি স্টেশন হতে 130km দূরে তারা মিলিত হলে তাদের গতিবেগের অনুপাত কত?

ধরি, প্রথম বাইকার অতিক্রম করে = 130km
দ্বিতীয় বাইকার অতিক্রম করে = 300 -130 =170km
আমরা জানি,
t= d/v [এখানে, t = সময়; d = দূরত্ব , v = গতিবেগ]

এখন ধরি, প্রথমজনের গতিবেগ v1 এবং দ্বিতীয় জনের গতিবেগ v2
সময় একই চলে বলে, d1/v1 = d2/v2
                         ⇒ 130/v1 = 170/v2
                         ⇒ v2/v1 = 170/130
                         ⇒ v2:v1 = 17:13


প্রশ্নে বলা হচ্ছে 18,700 টাকায় একটি Plot বিক্রয় করে মালিক 15% ক্ষতি করলো। Plot টি কত দামে বিক্রি করলে তিনি 15% লাভ করতেন?
15% ক্ষতিতে, ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 100 – 15 = 85 টাকা
এখন, বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা
∴ বিক্রয়মূল্য 18,700 টাকা হলে ক্রয়মূল্য= (100 x 18700)/85
                                                 = 22,000 টাকা

∴ 15% লাভে বিক্রয়মূল্য = (115% এর 22,000) টাকা
                               = (115/100)× 22,000
                               = 25,300 টাকা
দেয়া আছে,
   x2 – (a + b)x + ab = 0
⇒ x2 - ax - bx + ab = 0
⇒ x(x – a) - b(x – a) = 0
⇒ (x – a) (x – b) = 0

x - a = 0
⇒ x = a

অথবা, x − b = 0
      ⇒ x = b
নির্ণেয় সমাধান সেট x = {a, b}

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রশ্নে বলা হচ্ছে, বৃত্তকলা ও বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 3 : 5 হলে বৃত্তকলার বৃত্তচাপ ও বৃত্তের পরিধির অনুপাত কত?

 আমরা জানি, বৃত্তকলা ও বৃত্তের ব্যাসার্ধ r হলে রেডিয়ানে বৃত্তকলার ক্ষেত্রফল=Qr²/r  বর্গ একক
 এবং বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য Qr একক
আবার
আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গ একক
            এবং পরিধি = 2πr একক
প্রশ্নমতে,( Qr²/r)/πr² = 3/5
       or, (Qr²/2) x (1/πr²) = 3/5
       or, Qr/2πr = 3/5

নির্ণেয় অনুপাত 3:5
- Encroach অর্থ সীমালঙ্ঘন করা।
- Trespass অর্থ সীমানালঙ্ঘন করা।
- Spread অর্থ মেলে দেয়া।
- Infest অর্থ উপদ্রব / উপসৃষ্ট করা।
- Weaken অর্থ দুর্বল(তর) করা।
- Past indefinite tense Passive নিয়ম হলোঃ Object + was / were + Verb এর Past participle রূপ + by + subject.
- বাক্যের অর্থঃ খুব শীগ্রই তারা একটি মিটিং করেছিল।
Anniversary অর্থ বার্ষিকী।
- বাক্যটিতে Pour cold water on অর্থ হলো নিরুৎসাহিত করা যার সমার্থক হলো Discourage.
- কিন্তু, Encourage অর্থ সাহস যোগানো।
- To be calm অর্থ শাস্ত হওয়া।
- Deceive অর্থ প্রতারণা করা ।
- Fallacy অর্থ ভুল বা মিথ্যা বিশ্বাস।
- Truth অর্থ সত্যতা। 
- Abandon অর্থ পরিত্যাগ করা।
- Oblique অর্থ বাঁকানো, তির্যক।
- Freedom অর্থ স্বাধীনতা।
- বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস।
- যিনি বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।
- কিন্তু, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিক যিনি সতীদাহ প্রথার অবসান ঘটান ।
ইথিওপিয়ার মুদ্রার নাম হলো Birr.
Dong - ভিয়েতনাম
Rand - দক্ষিণ আফ্রিকা
Dobra - সাওটোম এ্যান্ড প্রিনসিপে
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরকে Windy City বলা হয় ।
নোবেল পুরস্কার ২০২৩  
• মোট বিজয়ী : ১১ জন, পুরুষ ৭ ও নারী ৪।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

চিকিৎসা বিজ্ঞানঃ
১. ক্যাতালিন ক্যারিকো(হাঙ্গেরি)
২. ডু ওয়াইজম্যান(যুক্তরাষ্ট্র)
করোনা ভাইরাসরোধী কার্যকর mRNA ভ্যাকসিন গবেষণার জন্য।

রসায়নঃ
১. অ্যালেক্সি ইয়াকিমভ(সাবেক সোভিয়েত ইউনিয়ন)
২. মুঙ্গি বাওয়েন্ডি(ফ্রান্স)
৩. লুই ব্রুস(যুক্তরাষ্ট্র)
কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের জন্য ।

অর্থনীতিঃ
১. অধ্যাপক ক্লডিয়া গোলডিন(যুক্তরাষ্ট্র)
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ।

পদার্থবিজ্ঞানঃ
১. পিয়ের আগোস্তিনি(যুক্তরাষ্ট্র)
২. ফেরেন্স ক্রাউজ(হাঙ্গেরি)
৩. অ্যান লিয়ের(ফ্রান্স)
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণ লব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য ।

শান্তিঃ
১. নার্গিস মোহাম্মদি(ইরান)
নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদানের জন্য ।

সাহিত্যঃ
১. জন ফসে(নরওয়ে)
উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাক্যের মূল Subject যে Verb গুলোর সাহায্যে কোনো কাজ নিজে না করে অন্যের সাহায্যে করে সে Verb গুলোর Causative verb বলে।
- এক্ষেত্রে নিয়ম হলোঃ Subject + have/had + helper (যাকে দিয়ে করায়) + মূল verb + অবশিষ্ট ।
- বাক্যের অর্থঃ সময়সীমা প্রায় শেষের দিকে, তাই মিসেস জামাল তার ছাত্রদের দিয়ে তাদের রচনাগুলির কাজ সম্পন্ন করে নিলেন।
- Whose শব্দটির অর্থ 'যার’। আর এখানে two of whose brothers অর্থ যার দুই ভাই ।
- বাক্যের অর্থঃ রাশেদ, যার দুই ভাই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার স্নাতক পরীক্ষার পর একজন স্কুল শিক্ষক হতে চান ।
বাক্যের Convict of something ব্যবহৃত যার অর্থ কোন কিছুর দোষে সাব্যস্ত হওয়া । বাক্যের অর্থঃ আমার স্বামী তাকে জিজ্ঞেসা করেছিলো যে তিনি কোনো অপরাধে দণ্ডিত হয়েছিলেন কি না ।
- বাংলা ভাষার উপভাষাকে প্রধানত ৫ ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলোঃ রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ); ঝাড়খণ্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূত, মানভূত, পুরুলিয়া অঞ্চল); বরেন্দ্রি (উত্তর বঙ্গ); বাঙ্গালি (পূর্ব ও দক্ষিণ বাংলাদেশ); কামরূপি (উত্তর পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়)।
- পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা যায়। এ ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো- ইউরোপীয়।
- ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়।
- আফ্রিকীয় ও দ্রাবিড়ীয় ভাষাবংশের নাম, তবে হিস্পানি কোনো ভাষাবংশের নাম নয়।


রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলোঃ শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ক্রিয়া প্রকরণ ইত্যাদি ।
- বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনির সংখ্যা ৩৭টি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি ও মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
- মৌলিক স্বরধ্বনি: অ, আ, ই, উ, অ্যা, এ, ও।
- মৌলিক ব্যঞ্জনধ্বনি: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, ঘ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, শ, স, হ, ড়, ঢ়।
- শব্দের উত্তরে যেসব প্রত্যয় মুক্ত হয়ে লঙ্ঘন শব্দ গঠন করে তাদেরকে তদ্ধিতান্ত শব্দ বলে।
- উপরিউক্ত প্রশ্নে ছাপা শব্দের সাথে খানা প্রত্যয় যুক্ত হয়ে ছাপাখানা গঠিত হয়েছে। 
- "কাজটা ভালো দেখায় না" এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।
- উল্লেখ্য, কর্তাকে বিন্দুমাত্র প্রাধান্য না দিয়ে ছদি শুধু কর্মকেই প্রাধান্য দেয়া হয় তবে তাই হবে কর্মকর্তৃবাচ্য।
- অর্থাৎ বিষয়টি এমন হবে যে, কে কর্তা তা আমরা ভুল করেও মনে করি না। কেবল তার তৈরিকৃত জিনিসটির বা কাজটির বা সৃষ্টিটির বা কর্মটির কথাই আমাদের মনে আসে।
- যেমনঃ "কাজটা ভালো দেখায় না" কে কাজটি করে সেই কর্তাকে গুরুত্ব না দিয়ে আমরা কাজটির উপরই গুরুত্ব দেই।
- যেখানে লিঙ্গবোধকে গৌণ করে দেখা যেতে পারে সেক্ষেত্রে কিছু শব্দকে উভয় লিঙ্গ করে নেয়া হয়।
- যেমনঃ চবি, সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি।
- সভাপতি শব্দটি উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ধন্যাত্মক শব্দদ্বিত্ব হলো দুটি শব্দের একত্রে প্রয়োগ যা একটি ধন্যাত্মক অর্থ প্রকাশ করে।
- "পটাপট" শব্দটি দ্রুত গতিতে কিছু করার কথা বলে।
- অতএব, "পটাপট" শব্দটি একটি ধন্যাত্মক শব্দদ্বিত্ব।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0