বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড (সহ: ব্যবস্থাপক) -০৩.১২.২০২১ (60 টি প্রশ্ন )
- ৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস (৪৯তম)।
- 'The Truth We Hold: An American Journey' - বইটি কমলা হ্যারিস লিখেছেন। 
- বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ।
- উল্লেখ্য, ১৭৯১ সালে জেলা সদরের পত্তন হয় এবং ১৮৬৯ সালে ময়মনসিংহ শহরের সার্বিক উন্নয়ন এবং ব্যবস্থাপনা করার লক্ষ্যে পৌরসভা গঠিত হয়; যেটি ছিল উপমহাদেশের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম পৌরসভা।
- ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়।
- ২০১৮ সালের ১৪ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
- এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কিঃমিঃ।
- Climate vulnerable forum হলো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্থ বিশ্বের ৬৮টি দেশের সংগঠন। 
- এই সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ হাসিনা ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন । 
- Climate vulnerable forum এর বর্তমান চেয়ারঃ ঘানা (২০২২-২০২৪)।
- মহাসচিব মোহাম্মদ নাশিদ। 
- ১৯৭৫ সালের ৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার বহুজাতিক তেল খননকারী কোম্পানি শেল অয়েল কোম্পানির কাছ থেকে খুব কম অর্থ দিয়ে পাঁচটি গ্যাসক্ষেত্র ক্রয় করেন।
- বাখরাবাদ, তিতাস, রশিদপুর, কৈলাশটিলা ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানাধীন করার জন্য মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড স্টার্লিং (সে সময়ের 17-18 কোটি টাকা) প্রদান করা হয়েছিল।
- পৃথিবীর ইতিহাসে এত সস্তায় এত বিপুল পরিমাণ গ্যাস কেনার উদাহরণ আর নেই। 
- দেশের জন্মলগ্নে বঙ্গবন্ধু যা কল্পনা করেছিলেন তা এখন জ্বালানি নিরাপত্তার জন্য একটি মাইলফলক।
- সেজন্য প্রতিবছর ৯ আগস্ট ''জাতীয় শক্তি নিরাপত্তা দিবস'' হিসেবে পালন করা হয়।
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- আর মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

- করোনা ভাইরাসের নয়া রুপ ওমিক্রন (বৈজ্ঞানিক নাম -বি ১.১.৫২৯) ।
- এটি ২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়।
- ২৩শে নভেম্বর ১৯৯৬-এ BPDB মেঘনাঘাট পাওয়ার কোম্পানি (MPC) লিমিটেড গঠন করে।
- ১৬ই ফেব্রুয়ারি ২০০৪-এ মেঘনাঘাট পাওয়ার কোম্পানি (এমপিসি) লিমিটেডের পুনঃনামকরণ করা হয়েছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড (বিপিডিবি-র একটি এন্টারপ্রাইজ)।
- জয়পুরহাট জেলার জামালগঞ্জে ভূপৃষ্ঠ হতে ৬৪০ মিটার গভীরে বিটুমিনাস কয়লা পাওয়া গেছে।
- এই কয়লা খনিটি ১৯৬২ সালে আবিষ্কৃত হয়।
- 'The Great Ocean Road' হল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত একটি 243 কিলোমিটার (151 মাইল) দীর্ঘ সড়ক।
- এটি বিশ্বের অন্যতম বিখ্যাত উপকূলীয় রাস্তা এবং এটি তার মনোরম দৃশ্য, ঐতিহাসিক স্থান এবং আকর্ষণীয় স্থানগুলির জন্য পরিচিত।
- রাস্তাটি 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Scandinavian হলো উত্তর ইউরোপের পাঁচটি দেশ তথা রাজতন্ত্র নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের জন্য দেয়া নাম ৷
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭ সালে।
- জাতিসংঘভুক্ত হয় ১৪ নভেম্বর ১৯৫৭ সালে ।
- মোট সদস্য সংখ্যা: ১৭৮ (১৯ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী)। 

- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হল বাংলাদেশের একমাত্র তৈল শোধনাগার।
- কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
- পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলি নদীর তীরে ১৫ কোটি ১৭ লক্ষ টাকা প্রারম্ভিক ব্যয়ের মাধ্যমে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে ।
- হিলি স্থলবন্দর বাংলাদেশ ও ভারত সীমান্তে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত।
- ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি ব্যবসার জন্য হিলি শুল্ক স্টেশন প্রতিষ্ঠিত হয়।

- বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
- সর্বশেষ স্থলবন্দরটি মুজিবনগর স্থল কাস্টমস ষ্টেশন, মাঝপাড়া, মেহেরপুর, ঘোষণা করা হয়-২৭ মে, ২০২১।

উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ

১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।

২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।

৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।

৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।

৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।

৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।

৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।

১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।

১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।

১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।
- ধাতু হলো এমন একটি উপাদান যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে।
যেমন:
- চকচকে আভা: ধাতুগুলি আলো প্রতিফলিত করে এবং তাই চকচকে দেখায়।
- ভাল তড়িৎ ও তাপ পরিবাহী: ধাতুগুলি বিদ্যুৎ এবং তাপ সহজেই পরিবহন করতে পারে।
- নমনীয় ও খাঁটি: ধাতুগুলিকে সহজেই বিভিন্ন আকারে তৈরি করা যায়।
- উচ্চ গলে যাওয়ার তাপমাত্রা: ধাতুগুলি অন্যান্য উপাদানের তুলনায় অনেক বেশি তাপমাত্রায় গলে যায়।

- হীরা কার্বনের একটি রূপ যা অত্যন্ত শক্ত এবং টেকসই। তবে, এটি ধাতুর বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে না।

- স্বর্ণ, রূপা এবং তামা ধাতুর উদাহরণ।
পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন, বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় এবং নিয়ন্ত্রণের জন্য ১৯৭৪ সালে ‘The Bangladesh Petroleum Act' কার্যকর হয়।
- ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাস।
- ১৯৬২ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি এটি আবিষ্কার করে।
- তিতাস গ্যাসক্ষেত্রে মোট অনুমিত মজুদ গ্যাস ২.১ ট্রিলিয়ন ঘনফুট।
- বিশ্বের তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন হলো OPEC (Organization of the Petrolium Exporting Countries) ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার উদ্যোগে ৫টি দেশের (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা) সমন্বয়ে OPEC গঠন করা হয়।
- সদস্য রাষ্ট্রগুলোর তেলনীতির সমন্বয় সাধন, নিজেদের স্বার্থে সদস্যদেশগুলোতে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা, অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করা, আন্তঃসংহতি বৃদ্ধি করা ও উন্নয়নশীল দেশসমূহকে মঞ্জুরি তহবিল গঠন করতে সাহায্য করা OPEC এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
- সূর্যোদয়ের দেশ :  জাপান
- নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে 
- ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ : ইতালি
- হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড
- ম্যাপল পাতার দেশ : কানাডা
- দক্ষিণের গ্রেট ব্রিটেন : নিউজিল্যান্ড

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজীতে প্রায় ৩১ হাজার একর আয়তনে গড়ে উঠছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল 'জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ)
- প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ) প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী পরিবেশ সৃষ্টি হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রশ্নে বলা হচ্ছে, 34 সহ 12 টি সংখ্যার গড় হচ্ছে A. যদি ঐ সংখ্যাগুলোর গ্রুপ হতে 34 কে সরিয়ে 38 কে নেয়া হয় তবে A এর সাপেক্ষে সংখ্যাগুলোর গড় কত হবে?

12 টি সংখ্যার গড় A হলে 12 টি সংখ্যার সমষ্টি হবে 12A
এখন এই সমষ্টি হতে 34 সরিয়ে তাতে 38 কে নিলে 12 টি সংখ্যার সমষ্টি হবে = 12A - 34 +38 = 12A + 4

সেক্ষেত্রে নতুন করে 12 টি সংখ্যার গড় হবে,
= (12A + 4)/12
= (12A/12) +(4/12) 
= A + 1/3
প্রশ্নে বলা হচ্ছে, x এর কোন মানের জন্য (x + 78)/x একটি পূর্ণসংখ্যা হবে? 

- এখানে 78 এর Factor ই হবে x এর মান।
- কারণ উক্ত সমীকরণে x এর স্থলে 78 এর Factor বসালে, তা একটি পূর্ণসংখ্যা হবে।
- এক্ষেত্রে 78 এর Factor হলো 13
প্রশ্নে বলা হচ্ছে, বইয়ের মূল্য 10% কমে যাওয়ায় বইয়ের বিক্রির সংখ্যা 35% বেড়ে গেল। রেভিনিউ কত হবে?

এখানে, 10% কমে প্রতিটি বইয়ের মূল্য হবে,
= 90% = 90/100 = 9/10 টাকা

35% বৃদ্ধিতে বইয়ের বিক্রির পরিমাণ,
= 135% = 135/100 = 27/20 টাকা

আমরা জানি,
Revenue = Price x Quantity
             = (9/10) x (27/20)
             = 243/200 টাকা

200 টাকায় Revenue বাড়ে = 43 টাকা
100 টাকায় Revenue বাড়ে = (43 x 100)/200 টাকা
                                   = 21.5 টাকা
প্রশ্নে বলা হচ্ছে, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসেবে 3 থাকে। ঐ সংখ্যার বর্গকে 5 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে?

মনে করি, 5 দিয়ে ভাগ করলে ও অবশিষ্ট থাকে এমন সংখ্যাটি x এবং এর ভাগফল y
প্রশ্নমতে, x = 5y + 3
⇒ x² = (5y + 3)² 
        = 25y² + 30y +9
        = 25y² + 30y + 5 + 4
        = 5(5y² + 6y + 1) + 4
সুতরাং দেখা যাচ্ছে যে, সংখ্যাটিকে বর্গ করে 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে।
প্রশ্নে বলা হচ্ছে, একজন পরীক্ষক 5/3 ঘণ্টায় 4টি খাতা মূল্যায়ন করেন। তিনি 50 মিনিটে কতগুলো খাতা মূল্যায়ন করবেন?

এখানে, 5/3 ঘণ্টা = (5/3) x 60 = 100 মিনিট

এখন, 100 মিনিটে মূল্যায়ন করেন = 4টি খাতা
        50 মিনিটে মূল্যায়ন করেন = (4 x 50)/100 টি খাতা 
                                         = 2 টি খাতা
প্রশ্নে বলা হচ্ছে, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 10 ফুট, 6 ফুট এবং ৪ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

এখানে 6 ফুট, ৪ ফুট এবং 10 ফুট বাহুবিশিষ্ট ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ।
কারণ, 6² + 8² = 10²
অতএব, এখানে 10 ফুট হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ ।

উক্ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল,
= (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
= (1/2)× 6 × 8 = 24 বর্গফুট ।
প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাকৃতির জমির তিনদিকে বেড়া দেয়া আছে। জমিটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ । জমিটির ক্ষেত্রফল 432 বর্গফুট হলে মোট বেড়ার দৈর্ঘ্য কত?
 
ধরি, আয়তাকার জমির প্রস্থ = x 
আয়তাকার জমির দৈর্ঘ্য = 3x 
প্রশ্নমতে, 
    3x × x = 432 
⇒ 3x² = 432
⇒ x² = 144 
⇒ x² = 122 
⇒ x = 12 
মোট বেড়ার দৈর্ঘ্য = (x + 3x + x) ফুট
                      = 5x ফুট 
                      = 5 × 12 ফুট 
                      = 60 ফুট

দেওয়া আছে (- 2y - 6)²
             = { - 2(y + 3)}²
             = 4(y + 3)²
             = 4x

The average of five consecutive numbers is 15.
Middle number = 15 
 
Thus, 
the consecutive numbers are = 13, 14, 15, 16, 17 
Thus,
highest number = 17 
least number = 13 
The difference between the least and the greatest number = 17 - 13 = 4

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রশ্নে বলা হচ্ছে, ঢাকা-সিলেট হাইওয়েতে 5% গাড়ি চালকদের গতিসীমা অতিক্রমের জন্য জরিমানা করা হয়। কিন্তু ৪০% গতিসীমা অতিক্রমকারীদের জরিমানা করা হয় না। এই হাইওয়ের শতকরা কত ভাগ চালক গতিসীমা অতিক্রম করে?

জরিমানা করা হয় না = 80% 
জরিমানা করা হয় =(100 - 80)% = 20% 
20% এর মধ্যে  speed limit অতিক্রম করে = 5%
100% এর মধ্যে  speed limit অতিক্রম করে = {(5 × 100)/20}% = 25%

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0