পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (সহকারী ম্যানেজার) - ১৮.০৯.২০২১ (40 টি প্রশ্ন )
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয় ২৬ জানুয়ারি ২০১১ ।
- উল্লেখ্য ,বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ জাতিয় সংসদে পাস হয় ৩ মার্চ ২০১০।


- রাজা দনুজমর্দন প্রাচীন বাংলায় চন্দ্রদ্বীপ জনপদের প্রতিষ্ঠা করেন।
- বর্তমান বরিশাল জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- বরিশালের আরো কিছু প্রাচীন নাম পাওয়া যায়- বাকলা, ইসমাইলপুর ও বাকেরগঞ্জ।
• ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
• এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে।
• কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত।
GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। 
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। 
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। 
- এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। 
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
- সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।

- Dead Sea বা মৃত সাগর একটি লবণাক্ত হ্রদ যা ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত। 
- মৃত সাগর এতই লবণাক্ত যে এতে কোনো মাছ বা গাছপালা বাস করতে পারে না, তাই এর নাম "মৃত সাগর"। 

- এটি পৃথিবীর পৃষ্ঠের সর্বনিম্ন বিন্দু, সমুদ্রপৃষ্ঠ থেকে 430 মিটার (1,410 ফুট) নিচে। 
- মৃত সাগরের জল সমুদ্রের জলের চেয়ে প্রায় 10 গুণ বেশি লবণাক্ত। 
- এই উচ্চ লবণাক্ততা এটিকে প্রফুল্ল করে তোলে, তাই মানুষ সহজেই মৃত সাগরে ভাসতে পারে। 
- মৃত সাগর একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, এবং লোকেরা সারা বিশ্ব থেকে এর জল এবং কাদা স্নান করতে আসে। 

• কঠিন শিলা ১৯৭৩ সালে দিনাজপুরের মধ্যপাড়ায় পাওয়া যায়। এই শিলার আয়তন ১.৪৪ বর্গ কিঃমিঃ।

খনিজ পদার্থ - অবস্থান:
চীনামাটি - বিজয়পুর, নেত্রকোনা, নওগা
কাঁচাবালি - হবিগঞ্জ, কুমিল্লা, সিলেট
সিলিকা বালু - কুমিল্লা, হবিগঞ্জ
তেজস্ক্রিয় বালি - কক্সবাজার সমুদ্র সৈকত
তেজষ্ক্রিয় পদার্থ - কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন
ইউরেনিয়াম - মৌলভীবাজার
গন্ধক - কুতুবদিয়া, কক্সবাজার
চুনাপাথার - সেন্টমার্টিন, সিলেট, জাফলং
পিট কয়লা - ফরিদপুর, খুলনা, ময়মনসিংহ, সিলেট
হীরক ও স্বর্ণ - বড় পুকুরিয়া, দিনাজপুর
সোনা - দিনাজপুরের বড়পুকুরিয়া
রূপা, দস্তা - দীঘিপাড়া ও পত্নীতলা
কালো সোনা - কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন
- বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা -১।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় 'পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
- কায়রো উত্তর মিশরে (যা নিম্ন মিশর হিসাবে পরিচিত), ভূমধ্যসাগরের ১৬৫ কিলোমিটার দক্ষিণে এবং সুয়েজ উপসাগর এবং সুয়েজ খাল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
- শহরটি নীল নদের তীরে অবস্থিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মেঘনা নদী আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়ে উৎপন্ন হয়েছে।
- মেঘনা কিশোরগঞ্জের ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র এবং চাঁদপুরে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- প্রশস্ততম নদী মেঘনা ।

নদীর নাম - প্রস্থঃ
মেঘনা - ১৩,০০০ মিঃ
পদ্মা - ৫,৭১১ মিঃ (মাওয়া)
যমুনা - ১,২০০ মিঃ (আরিচা)
ব্ৰহ্মপুত্র - ১০,৪২৬ মিঃ (বাহাদুরাবাদ)


যা কিছু বৃহত্তমঃ
বিশ্বের বৃহত্তম - অভ্যন্তরীণ সাগর : ভূমধ্যসাগর
বিশ্বের বৃহত্তম - মহাদেশ : এশিয়া
বিশ্বের বৃহত্তম - মহাসাগর : প্রশান্ত মহাসাগর
বিশ্বের বৃহত্তম - দেশ (আয়তনে) : রাশিয়া
বিশ্বের বৃহত্তম - দেশ (জনসংখ্যায়) : ভারত
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (জনসংখ্যায) : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (আয়তনে) : কাজাখস্তান
বিশ্বের বৃহত্তম - পাখি (ওজনে) : উটপাখি (১৫৫ কেজি)
বিশ্বের বৃহত্তম - ব-দ্বীপ : বাংলাদেশ
বিশ্বের বৃহত্তম - সাগর : দক্ষিণ চীন সাগর
বিশ্বের বৃহত্তম - দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - মরুভূমি : সাহারা
বিশ্বের বৃহত্তম - দ্বীপ : গ্রিনল্যান্ড
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়) : হিমালয়
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে) : আন্দিজ
বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি : এলবার্ট্রস
বিশ্বের বৃহত্তম - দ্বীপপুঞ্জ : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - প্রাণী : নীল তিমি
বিশ্বের বৃহত্তম - উপদ্বীপ : ভারত Raisul Islam Hridoy
বিশ্বের বৃহত্তম - গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন
বিশ্বের বৃহত্তম - পার্লামেন্ট : চায়না ন্যাশনাল কংগ্রেস
বিশ্বের বৃহত্তম - মরুভূমি (এশিয়ায়) : গোবি (মঙ্গোলিয়া)
বিশ্বের বৃহত্তম - অরণ্য : তৈগা (রাশিয়া)
বিশ্বের বৃহত্তম - তৃণাঞ্চল : প্রেইরি
বিশ্বের বৃহত্তম - Indoor Theme Park : Ferrari World, Abu Dhabi
বিশ্বের বৃহত্তম - লৌহ খনি : বুরুকুটুর (ব্রাজিল)
- স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ২টি।
- গাজীপুরের তালিবাবাদ ও রাঙামাটি বেতবুনিয়া।
- স্যাটেলাইটের ট্রান্সপন্ডার হলো ৪০ টি।
- এর মধ্যে ১৪ টি 'সি' ব্যান্ডের (c-band) এবং ২৬ টি 'কে-ইউ' ব্যান্ডের (k-band).
- স্যাটেলাইটের অরবিটাল অবস্থান হলো ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ।
- বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ বাংলাদেশে অবস্থিত।
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগর এর পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত।
- এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক।
- ২০১৭ সালের ৬ মে এটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
• IPCC বা Intergovernmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগে গঠিত হয়।
• এর কাজ হল মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।
• সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ডে।
• IPCC নোবেল পুরস্কার লাভ করে- ২০০৭ সালে।


- যেসব দেশের লিখিত সংবিধান নাইঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
- বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের।
- বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি Executive Committee of National Economic Council এর সংক্ষিপ্তকরণ হচ্ছে ECNEC (একনেক) যার অর্থ দাঁড়ায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ।
- এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
- ECNEC -এর সভাগুলো সাধারণত পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অধীনে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে।
- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
- ওয়াশিংটন ডিসি: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী।
- প্যারিস: ফ্রান্সের রাজধানী।
- লন্ডন: ইংলেন্ডের রাজধানী। 
- নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ শহর, তবে এটি দেশের রাজধানী নয়। 
- মাইকেল ফ্রেড ফেলপস (Michael Fred Phelps) একজন মার্কিন সাঁতারু এবং ২৩ টি অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী।
- ফেলপস অনেকগুলি ইভেন্টে বিশ্বরেকর্ডও গড়েছেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশে অনুমোদিত করোনার টিকাঃ
- AstraZeneca
- Pfizer
- Sinopharm
- Moderna
- Sinovac
- Janssen (Johnson & Johnson)
- Pfizer-PF (Comirnaty)

সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর। 

- এশিয়া নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ।
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে 'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' প্রবর্তন করা হয় ।
- ১৯৫৮ সালে থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয় । ৩১ আগষ্ট ২০২৩ র‍্যামন ম্যাগসেসের ৬৫তম জন্ম দিন উপলক্ষ্যে এবারের বিজয়ীদের নাম ঘোষনা করা হয় ।
- ২০২৩ সালের বিজয়ীরা হলেন- বাংলাদেশের করভি রাখসান্দ, ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের ।
- করভি রাখসান্দ বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি।
- তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
- ১৯৭২ সালে সংবিধান প্রণীত হলে, এ সংবিধানের আলোকে সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীতা দেখা দেয়।
- ১৯৭৩ সালের ৭ মার্চ জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এতে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে।
- বাকি ৭টি আসনের মধ্যে ৫টি স্বতন্ত্র, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি ও বাংলাদেশ জাতীয় লীগ ১টি আসন লাভ করে।
- আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি।
- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়।
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 
- উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া যার আয়তন ১,৭০,৭৫,২০০ বর্গ কিঃমিঃ ।
- বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা।এদের বসবাস পার্বত্য চট্টগ্রাম।
- দেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সাঁওতাল ।এদের বসবাস রাজশাহী,রংপুর,বগুড়া ও দিনাজপুর জেলায়।
- জনসংখ্যা দিক দিয়ে চাকমা> মারমা> সাঁওতাল।
- যদি প্রশ্নে 'বাংলাদেশের সমতলে বাস করে এমন দ্বিতিয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী? উত্তরঃ সাঁওতাল এবং প্রশ্ন মারমা না থাকলে সাঁওতাল হবে।
- UNFPA - United Nations Population Fund (জাতিসংঘের জনসংখ্যা তহবিল) 
- UNFPA প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে । 
- সদরদপ্তর নিউয়র্ক, যুক্তরাষ্ট্র।

- UNESCO হলো United Educational, Scientific and Cultural Organization.
- UNICEF হলো United Nations Children's Fund.
- UNDP হলো United Nations Development Programme.
- এই ঘাতক আবহাওয়া ব্যবস্থাটি প্রথম 27 আগস্ট গ্রীষ্মমন্ডলীয় আটলান্টিকের উপর সনাক্ত করা হয়েছিল।
- যদিও ট্র্যাক এবং তীব্রতার ইতিহাস সম্পূর্ণরূপে জানা যায়নি, সিস্টেমটি 3 সেপ্টেম্বর একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসাবে কিউবায় পৌঁছেছিল এবং মেক্সিকোর দক্ষিণ-পূর্ব উপসাগরে চলে গেছে।
- 8 সেপ্টেম্বরের শেষের দিকে যখন ঝড়টি গ্যালভেস্টনের দক্ষিণে টেক্সাস উপকূলে পৌঁছেছিল, তখন এটি একটি ক্যাটাগরি 4 হারিকেন ছিল।
- ল্যান্ডফলের পর, ঘূর্ণিঝড়টি গ্রেট সমভূমির মধ্য দিয়ে উত্তর দিকে মোড় নেয়।
- গ্রেট লেক, নিউ ইংল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব কানাডা পেরিয়ে 11 সেপ্টেম্বর এটি বহির্মুখী হয়ে ওঠে এবং পূর্ব-উত্তরপূর্ব দিকে মোড় নেয়।
- এটি শেষবার 15 সেপ্টেম্বর উত্তর আটলান্টিকের উপরে দেখা গিয়েছিল।
- এই হারিকেনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক আবহাওয়া বিপর্যয় ছিল।
- 8 থেকে 15 ফুটের ঝড়ের জোয়ারে পুরো গালভেস্টন দ্বীপের পাশাপাশি নিকটবর্তী টেক্সাস উপকূলের অন্যান্য অংশ প্লাবিত হয়েছে।
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India যা ১ এপ্রিল ১৯৩৫ সালে প্রতিষ্ঠা লাভ করে ।
- উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ।
- United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) ৪ নভেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। 
- এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন। 
- ১৯৪ সদস্যের এই সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর সহযোগি সংস্থা ১২টি। 

সর্বশেষ আপডেটঃ ০৬ জুন, ২০২৪

- তিনটি শিল্প বিপ্লবকে ছাড়িয়ে গেছে আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে।
- ইন্টারনেট আবিষ্কারের ফলে নানা ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানের বিকাশ ঘটে দ্রুতগতিতে।
- ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী অসংখ্য হাইটেক করপোরেশন ও বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
- যেমনঃ মাইক্রোসফট, অ্যাপল, গুগল, অ্যামাজন, আলিবাবার মতো অসংখ্য প্রতিষ্ঠান।
- চতুর্থ শিল্প বিপ্লবের মূল প্রভাবকগুলি হলোঃ ১. রোবট; ২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা; ৩. ড্রোন; ৪. কল্পবাস্তবতা বা ভার্চুয়াল রিয়ালিটি; ৫. ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং; ৬. ইন্টারনেট অব থিংস; ৭. ব্লকচেইন প্রযুক্তি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পায়।
- শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ৩ জন:
১. কাজী আব্দুস সাত্তার
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর)
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)

সমাজসেবা/জনসেবা ৩জন :
১. অরন্য চিরান
২. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী
৩. এস.এম. আব্রাহাম লিংকন

- ড. মোবারক আহমদ খান(বিজ্ঞান ও প্রযুক্তি)
- ডাঃ হরিশংকর দাশ(চিকিৎসাবিদ্যা)
- মোহাম্মদ রফিকউজ্জামান(সংস্কৃতি)
- ফিরোজা খাতুন(ক্রীড়া)

অন্যদিকে,
- একুশে পদক-২০২৪ লাভ করেন - ২১ জন
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ লাভ করেন- ১৬জন(ঘোষিত হয় ২৪ জানুয়ারি ২০২৪)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0