a) নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক × ভাগফল = ভাজ্য । b) নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক × ভাগফল + ভাগশেষ = ভাজ্য । c) ১টি জিনিসের দামকে নির্দিষ্ট সংখ্যা গুণ করলে, ঐ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পাওয়া যায় । d) একাধিক সংখ্যক কোন সাধারণ মৌলিক গুণনীয়ক (বা উৎপাদক) না থাকলে তাদেরা গ.সা.গু ১ হবে। e) ১ কিলোমিটার = ১০০০ মিটার। f) ওজন পরিমাপের মূল একক = নিউটন g) ত্রিভুজের ক্ষেত্রফল = × ভূমি × উচ্চতা h) ধারাবাহিকভাবে ১০ বছর সময়কালকে দশক ধরা হয়। i) ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে ১৭।
Solution: 23.08.2011 Manager (Local Subdivision Officer) Manikganj Polli Biddyut Samity - 01 Tepra, Shibalaya, Manikganj - 1850 Subject: Prayer for reducing load shedding in our locality. Dear Sir We, the inhabitants of Shibaloya Upazilla, have the due honor to inform you that Shibaloya is one of the most important commercial areas having ten thousand people in Manikganj. It has government colleges, two high schools and five primary schools. Around three thousands students we studying in these institutions. Besids there are two garment industries also uninterrupted electricity is a must for them. But here load shedding is a very normal process. Electricity does not come seven hours in a day. This whole locality is immersed in darkness soon after sunset. The students and the old people are the worst sufferers. The students can not prepare their lessons due to darkness. We can not enjoy our leisure hour too. When the summer comes, the whole area remains in darkness most of the time at night. Thus it is causing an unbearable matter to us. May, we therefore pray and hope that you would take necessary steps as early as possible to solve this problem and oblige us thereby. Yours Sincerely Inhabitants of Shibaloya Village Manikganj - 1850.
Solution: Terrorism is a deviation, something out of the ordinary; there's no ordinariness about it like crime, epidemic, floods, or earthquake. It's a symptom of the disease, not the disease itself. A society or nation creates it, as studies on terrorism have revealed, through various unwise socio-political and economic decisions. Very similar to cholera or malaria, terrorism spreads through certain germs or bacteria; it just doesn't drop from the heavens. It's noteworthy, terrorist outfits representing minority communities often fizzle out - such as the IRA and LTTE - but those who are well-entrenched among the main stream of the population, remain formidable adversaries for years, if not decades. Global CT (Counter terrorism) operators have learnt that there are three different types of politically inspired violence: a) terrorism (b) insurgency and (c) insurgent-terrorism. The fine line between terrorism and insurgency often remains blurred. While al Qaeda is primarily terroristic, the ISIS champions global insurgencies against all governments across the world. Hence it's the most dangerous destabilizing force in the world. As terrorism is often part of broader insurgencies the terrorist JMB in Bangladesh is a surrogate to the global insurgency called ISIS - CT operators must apply counterinsurgency (COIN) methods as well. David Galula, the guru of COIN operators in the world (although this French expert came from the losing side of the War in Algeria), believes CT-COIN is "eighty percent political, and twenty percent military". CT-COIN operators in Bangladesh must apply the concerted civil, military, paramilitary, and political, economic, psychological forces to counter terrorism. Then again, CT-COIN operators mustn't follow security studies manuals, blindly. One military historian has pointed out, most CT- COIN operations have failed to achieve anything as the losing side has written "99 percent" of their manuals. Hence the desirability of innovation or creativity! Again civil-military cooperation is an essential pre- condition for the success of any CT-COIN operation, so goes General David Petraeus's Counterinsurgency Field Manual. The line between terrorists and insurgents is getting blurred, very fast. In countries where terrorists and insurgents come from the main stream of the populations, there's no guarantee about the success of any CT-COIN operations in those places. There's no alternative to addressing the socio-political, and economic issues to resolve the problem of terrorism-insurgency in those countries. We know terrorism isn't a law-and-order problem, and as such there's no quick fix or police and military solutions to the problem. However, this information is a bitter pill to swallow for most government agencies in Bangladesh, and elsewhere.
→ Who does not respect the scholars? → Work hard or you will fall behind. → The test began immediately after ten. → A lot of water in the ocean appears blue when seen together. → Patriots cannot but give her life for his country.
Solution: তারিখঃ ১৩.০৭.২০২৪ মেয়র ঢাকা সিটিকর্পোরেশন বিষয়ঃ মশার উপদ্রবের প্রতিকার চাই । জনাব, রাজধানী শহর ঢাকার ধানমন্ডি একটি জনবহুল ও অভিজাত এলাকা। অথচ, এখানকার রাস্তার অপরিচ্ছন্নতা ও ড্রেনের আবর্জনা থেকে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। তাই এ এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন-রাত সবসময়ই মশার উপদ্রব। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মশকরাজি গুঞ্জনমুখর হয়ে ওঠে। মশার উপদ্রবে দিনেও স্বস্তিতে কাজ করা যায় না। ছাত্রছাত্রীর পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে শত শত লোক। ঢাকায় মশকনিধন অভিযান শুরু হলেও এ এলাকা তার ছোঁয়া পায়নি। এ ব্যাপারে আগের মেয়র বারবার আবেদন করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্বে ‘মশক নিধন' অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়। নিবেদক এলাকাবাসীর পক্ষে শিমুল ধানমন্ডি, ঢাকা ।
Solution: বৈশ্বিক উষ্ণায়নঃ • বৈশ্বিক উষ্ণায়ন বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে বুঝানো হয় । • এর মূল কারণ আকাশে Carbon dioxide (CO2), methane, Nitrus Oxide (N2O) and CFCs গ্যাসসমূহের নির্গমন ও সঞ্চয়ন। বৈশ্বিক উষ্ণায়ন/জলবায়ু পরিবর্তনের চিহ্ন / প্রভাবঃ • ১৯০০ সাল হতে বৈশ্বিক তাপমাত্রা ০.৬ সেঃ বেড়েছে। • প্রতি দশকে ১ সেঃমিঃ করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। • বিগত ৪০ বছরে আর্কটিক অঞ্চলের বরফের ঘনত্ব ৪০% কমেছে। • সারা বিশ্বের বড় বড় বরফ খণ্ডসমূহ গলছে। • শরৎ ও বসন্ত দীর্ঘায়িত হচ্ছে এবং শীত ছোট হচ্ছে। • খরা সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে। • মৌসুমবিহীন বৃষ্টি বেড়েছে • সাইক্লোন, এল নিনো সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে। • দুর্যোগের দ্বারা খাদ্য শস্য হানি বেড়েছে । বৈশ্বিক উষ্ণতার সমস্যাসমূহঃ
• তাপমাত্রা বৃদ্ধিঃ - পর্যায়ক্রমে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে চলছে (১৯৭০ সাল হতে ২০০০ সালের তথ্য ) - ফলে শরৎ দেরিতে শুরু হচ্ছে এবং বসন্ত আগেই চলে আসছে। - বাংলাদেশে শীতকালের স্থায়িত্ব কমে যাচ্ছে যা খাদ্য উৎপাদনকে প্রভাবিত করছে।
• সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিঃ অনেক গবেষনায় এটা প্রমাণিত যে, - Arctic Himalayan, Siberria অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গত দু'দশকে বেড়ে চলেছে। - সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ৭০% লোক ক্ষতিগ্রস্ত হতে পারে (UNDP এর মতে )
• বৃষ্টিপাতে বৈচিত্রতায়ঃ - বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২,৩০০ মিঃমিঃ । - কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চল ও মৌসুম ভেদে বৃষ্টিপাতে ভিন্নতা হচ্ছে - উত্তর ও পশ্চিম অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৩০০ মিঃমিঃ এবং - পূর্ব উত্তর অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০০ মিঃমিঃ । - বৃষ্টিপাতে এরূপ চরম অবস্থা কৃষি ও জীবিকাকে প্রভাবিত করে।
• প্রাকৃতিক দুর্যোগঃ - জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ সাইক্লোন, ঝড়, জলোচ্ছাস, বন্যা, খরা, নদী ভাঙ্গন সংঘটনের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে - ২০০৮ সালে ৫৭টি দেশ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (UNWFP মতে) - বাংলাদেশের ভৌগলিক অবস্থান একে দুর্যোগের কাছে নাজুক করেছে।
• কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাঃ - জলবায়ু পরিবর্তন তাপমাত্রা, বৃষ্টিপাত ও পানি সরবরাহ পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকাতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। - একটি গবেষণায় দেখা যায় যে, জলবায়ু পরিবর্তন আউশ ফসলে ২৭%, গম উৎপাদনে ৬১% এবং সেচ ভিত্তিক ফসলে ৫৫% ক্ষতিকর প্রভাব ফেলেছে।
• পরিবেশ ও জীববৈচিত্রঃ - প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়া পরিবেশ ও জীববৈচিত্রকে বিলুপ্ত করছে। - ২০০৭ সালে সংগঠিত সিডর ব্যাপকভাবে সুন্দর বনের প্রতিবেশ ও জীববৈচিত্র প্রভাবিত করেছে।
• মানব স্বাস্থ্যঃ - জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া ও খাদ্য সমস্যা বৃদ্ধি করে। - জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, পুষ্টিহীনতা প্রভৃতি বৃদ্ধি করে। - বন্যার ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে।
• বৈশ্বিক উষ্ণতার প্রতিবিধানঃ বৈশ্বিক উষ্ণায়ন একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যার আশু সমাধান না হলে বিশ্ববাসীকেই এর খেসারত দিতে হবে। কাজেই এর দ্রুত ও দক্ষ একটি সমাধান প্রয়োজন যা সম্মিলিতভাবে নিতে হবে। এই উষ্ণায়ন রোধে একটি দেশ নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেঃ
• উষ্ণায়ন রোধে বনায়ন বিশেষ ভূমিকা পালন করে। উষ্ণায়নের মরণছোবল থেকে রক্ষা পাবার জন্য বনায়ন সৃষ্টি প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য। • ১৯৮০'র দশক থেকে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর গড়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। কার্বন নিঃসরণকারী দেশগুলোর জন্য COP সম্মেলন হতে যে মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে সেই দেশগুলো মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে হবে। • বিশ্ব জলবায়ু চুক্তির রোডম্যাপ তৈরী করে “Highest Carbon Emission” দেশগুলো হতে একটি বিশাল অঙ্কের Fund নিয়ে জলবায়ু পরিবর্তনে ও উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো যেমনঃ বাংলাদেশ, মাল্লীপ, ভূটান, শ্রীলংকাকে আর্থিক সাহায্য করতে হবে। • IPCC ও জাতিসংঘের পরিবেশ সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী Green product ব্যবহারের নির্দেশ জারি করতে হবে। বিশ্বব্যাপী যে পরিবেশবাদী সংগঠনগুলি রয়েছে সেগুলোকে সোচ্চার হতে হবে। • Montreal Protocol, COP সম্মেলনে সিদ্ধান্তগুলি নেয়া হয়েছে তার বাস্তবায়ন করতে হবে।
Solution: ব্যক্তিগত দুঃখ সন্তাপে হা-হুতাশ না করে বরং নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। মানব জীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক নয়, একে অন্যের কল্যাণে ব্রতী হওয়াই মনুষ্যত্বের পরিচয়
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Present Perfect Continuous Tense ক্ষেত্রে কোন কাজ নির্দিষ্ট দিন থেকে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার পূর্বে Since বসে আর অনির্দিষ্ট জ্ঞাপক অর্থে ‘for' বসে।
- বাক্যের অর্থঃ গত সোমবার থেকে সে আমাদের সাথে আছে।
- Would you mind এরপর ‘verb’ থাকলে তার পূর্বে ‘to’ না বসে ‘ing' যুক্ত হয়। Would you mind অর্থ কিছু মনে না করলে। এর পরবর্তী অংশে Gerund + অন্যান্য +? লিখতে হয়।
- যেমনঃ Would you mind closing the door? বাক্যের অর্থঃ কিছু মনে না করলে দরজাটি বন্ধ করবেন?
- Honorary অর্থ সম্মানসূচক, অবৈতনিক। Salaried অর্থ বেতনভুক্ত। কিন্তু, - Literary অর্থ সাহিত্যবিষয়ক। - Honorable অর্থ সম্মান্য; মান্য। - Official অর্থ অফিসিয়াল ।
- Conjugal অর্থ বিবাহ সম্পর্কিত বা দাম্পত্য যার সমার্থক শব্দ হলো Bridal (বিবাহ সম্বন্ধীয়)। উল্লেখ্য, -Approval অর্থ অনুমোদন। - Deadly অর্থ মারাত্মক। - Disputable অর্থ বিতর্কিত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ‘বচন’ অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা: - একবচন (যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। যেমন: আমি, তুমি, সে, তিনি, শিক্ষক, বইটা) ও
- বহুবচন (যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। যেমন: আমরা, তোমরা, তারা, বইগুলি, মাঝিরা, কলমগুলো)।
• অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্ধে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন: - প্রতিদিন ফুল ফুটত। - আগে প্রতি বছর এখানে খেলা হতো। - আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম।
অর্ধ-তৎসম শব্দঃ যেসব শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দরূপে অবিকৃত নেই; অথচ পূর্ণ তদ্ভব রূপও প্রাপত হয়নি, লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙ্গে খুব সহজে উচ্চারিত হয়, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
- সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন: অতঃপর তাহারা চলিয়া গেল (সাধু)। তারপর তারা চলে গেল (চলিত)।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।