Solution
Correct Answer: Option D
- মালদ্বীপের সরকারি মুদ্রার নাম হলো মালদ্বীপীয় রূপাইয়া।
- এর আন্তর্জাতিক মুদ্রা কোড হলো MVR এবং প্রতীক হিসেবে Rf ব্যবহৃত হয়।
- ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি, যা রূপাইয়া থেকে ভিন্ন।
- যুক্তরাজ্যের মুদ্রা হলো পাউন্ড এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মুদ্রা হলো ডলার।