একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে -
A সমবাহু
B সুক্ষকোণী
C স্থুলকোণী
D সমকোণী
Solution
Correct Answer: Option D
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ হলে আমরা পাই
১ক +২ক +৩ক = ৬ক
=> ৬ক = ১৮০° [ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০° ]
ক =৩০°
কোণ গুলো = যথাক্রমে ৩০°, ৬০°, ৯০°
আমরা জানি ত্রিভুজের একটি কোণ ৯০° হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।