গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (সহকারী ম্যানেজার) - ২৬.১১.২০২১ (40 টি প্রশ্ন )
- Comprehensive Test Ban Treaty CTBT চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তিতে পারমানবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ ১৯৯৬ সালে ২৪ অক্টোবর ১২৯তম দেশ হিসেবে স্বাক্ষর করে।
বহুল ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলোঃ Google, Ask.com, Yahoo, DuckDuckGo, MSN, Dogpile, Bing প্রভৃতি।
- মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান ও মূখ্য হিসাব নিরীক্ষক হচ্ছেন সচিব ও নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী। 
- উপ-বিভাগের প্রধান হচ্ছেন অতিরিক্ত সচিব। 
- ধলেশ্বরী নদীর শাখা নদী হলো বুড়িগঙ্গা।
- আর বুড়িগঙ্গা নদীর প্রাচীন নাম হলো 'দোলাই'।
- ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার একটি নদী।
- নদীটির দৈর্ঘ্য ২৯২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২৭।
- নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত একটি জলধারা।
১৯৮৭ সালে বিশ্ব দাবা সংস্থা (ফিদে) নিয়াজ মোর্শেদকে মাত্র ২১ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার (জিএম) মর্যাদা দেয় যা তাকে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার ১ম গ্র্যান্ড মাস্টার এবং এশিয়ার ৫ম গ্র্যান্ড মাস্টার হিসেবে খ্যাতি প্রদান কর।
- জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ ।
- একজন ছোটগল্পকার, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন ।
- তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র হলো 'A State is Born' . 
- তাঁর রচিত চলচ্চিত্র হলোঃ Stop genocide(এটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত ২০ মিনিটের প্রামাণ্যচিত্রই);  Let there be light. 
- MS Office প্যাকেজে মেল মার্জ ব্যবহার করার জন্য ন্যূনতম ৩টি ফাইল প্রয়োজন।

- প্রথম ফাইল: এটি হল মূল ডকুমেন্ট। এটিতে সেই টেমপ্লেট থাকে যা আপনি প্রতিটি প্রাপকের জন্য ব্যবহার করতে চান। এতে ঠিকানা, অভিবাদন, শেষ লাইন, এবং অন্যান্য স্ট্যাটিক তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।

- দ্বিতীয় ফাইল: এটি হল ডেটা সোর্স। এটিতে সেই তথ্য থাকে যা আপনি মূল ডকুমেন্টের সাথে মার্জ করতে চান। এটি একটি Excel স্প্রেডশীট, একটি Word টেবিল, বা একটি Access ডাটাবেস হতে পারে। ডেটা সোর্সে প্রতিটি প্রাপকের জন্য নাম, ঠিকানা, ইমেল ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য থাকবে।

- তৃতীয় ফাইল : আপনি যদি চান, আপনি অতিরিক্ত ফাইল ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি একটি ছবি বা লোগো যুক্ত করতে একটি তৃতীয় ফাইল ব্যবহার করতে পারেন।
- Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)এর সদর দপ্তর ১৯৪৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিষ্ঠা করা হয়।
- বর্তমানে ESCAP এর ৫৩ টি সদস্য রাষ্ট্র এবং ৯ টি সহযোগী সদস্য রয়েছে।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীনে 5টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে একক ইউরোপ গঠনের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিই ম্যাসট্রিক্ট চুক্তি নামে পরিচিত।
- ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ তখন এ চুক্তিতে স্বাক্ষর করে।
- এ চুক্তির অন্যতম সফলতা হলো ইউরো মুদ্রা, যা ১৯৯৯ সালে চালু হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ২০২৩ সালের ২২মে ২০২৩ পর্যন্ত, ১৮টি জয় করেছে। 

- বাংলাদেশ তাদের প্রথম উদ্বোধনী টেস্ট ম্যাচটি খেলে ১০ নভেম্বর ২০০০ সালে ভারতের বিপরীতে।
- নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক।
- বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে ১৪৫ রান করে ইতিহাসে নাম লিখান আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- বাংলাদেশের সবচেয়ে সাম্প্রতিক টেস্ট জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে 22 মে, 2023, বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ধরি,
জহিরের বর্তমান বয়স = ক বছর
৮ বছর পূর্বে জহিরের বয়স = ক - ৮ বছর
∴ ৮ বছর পূর্বে আদিলের বয়স = (ক - ৮)/৮ বছর

বর্তমানে,
আদিলের বয়স = (ক - ৮)/৮ + ৮ বছর
                   = (ক - ৮ + ৬৪)/৮ বছর
                    = (ক + ৫৬)/৮ বছর

১০ বছর পর জহিরের বয়স হবে = ক + ১০ বছর
১০ বছর পর আদিলের বয়স হবে = (ক + ৫৬)/৮ + ১০ বছর
                                        = (ক + ৫৬ + ৮০)/৮ বছর
                                         = (ক + ১৩৬)/৮ বছর

প্রশ্নমতে,
ক + ১০ = ২ × {(ক + ১৩৬)/৮}
বা, ক + ১০ = (ক + ১৩৬)/৪
বা, ৪(ক + ১০) = ক + ১৩৬
বা, ৪ক + ৪০ = ক + ১৩৬
বা, ৪ক - ক = ১৩৬ - ৪০
বা, ৩ক = ৯৬
বা, ক = ৯৬/৩
∴ ক = ৩২

∴ আদিলের বর্তমান বয়স = (৩২ ৫৬)/৮ বছর
                               = ৮৮/৮ বছর
                                = ১১ বছর
ধরি
দুটি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং (2n + 2)
x = (2n + 2)² - (2n)²
   = (2n + 2 + 2n)(2n + 2 - 2n)
   = 2(4n + 2)
   = 2 × 2(2n + 1)
   = 4(2n + 1)
যা 4 দ্বারা বিভাজ্য ।
প্রশ্নে বলা হচ্ছে, একটি ক্লাসের প্রতিটি সীটে 4 জন করে বসলে 3 টি বেঞ্চে খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাড়িয়ে থাকতে হয়। ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে?

ধরি,
বেঞ্চ সংখ্যা = ক টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
∴ ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
             = (১৮ - ৩) × ৪ জন
             = ১৫ × ৪ জন
             = ৬০ জন
প্রশ্নে বলা হচ্ছে, জাহাজের সম্মুখের ছিদ্রের মাধ্যমে পানি ঢুকে তা 6 ঘণ্টায় ডুবে যেতে পারে। কিন্তু জাহাজের পাম্পের মাধ্যমে ৪ ঘণ্টায় জাহাজের প্রবেশকৃত পানি সেঁচে দেয়া যায়। তীর হতে নৌকা 168 kam দূরে আছে এবং পাম্পটিও চলছে। জাহাজটি কমপক্ষে কত kmph বেগে চললে তা না ডুবেই তীরে পৌঁছাতে পারবে?

ছিদ্রপথে জাহজে ১ ঘণ্টায় পানি প্রবেশ করে = ১/৬ অংশ
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পানি বের হয় = ১/৮ অংশ
∴ ছিদ্রপথ ও পাম্প দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/৮) অংশ
                                                   = (৪ - ৩)/২৪ অংশ
                                                   = ১/২৪ অংশ

∴ সম্পূর্ণ জাহাজ পূর্ণ হবে ২৪ ঘণ্টায়। তাই জাহাজটিকে ২৪ ঘণ্টায় ১৬৮ কিলোমিটার অতিক্রম করতে হবে।
অতএব, বেগ = ১৬৮/ ২৪ কি.মি./ঘণ্টা
                 = ৭ কি.মি./ঘণ্টা


প্রশ্নে বলা হচ্ছে, একজন ব্যাটসম্যান তার 17 তম ইনিংসে 87 রান করায় তার গড় 3 বেড়ে গেল। 17 তম ইনিংসের পর তার গড় কত?

ধরি, 17 তম ইনিংসের পর তার গড় রান হলো x
16 তম ইনিংসের পর তার গড় রান হবে (x - 3 )
প্রশ্নমতে, 16(x - 3 ) + 87 = 17x
       or, 16x - 48 + 87 = 17x
       or, 17x - 16x = 39
       or, x = 39
প্রশ্নে বলা হচ্ছে, p এর কোন মানের জন্য (4x2 - Px + 9) রাশিটির পূর্ণবর্গ হবে?


দেওয়া আছে,
  4x2 - Px + 9
= (2x)- 2 ⋅ 2x ⋅ 32 - px + 12x 
= (2x - 3)2 - px + 12x

রাশিটি পূর্ণবর্গ হলে,
  12x - px = 0
⇒ px = 12x
  ∴ p = 12




মনেকরি
আসল P = 100 টাকা
মুনফা- আসল A = 100 এর 7/5 = 140 টাকা
মুনাফা I = 140 - 100 = 40 টাকা
সময় n = 4 বছর
মুনাফার হার r = ?

আমরাজানি
I = Pnr
r = I/Pn
  = (40 × 100)/(100 × 4)
  = 10%
4 মিনিট= 4/60 ঘণ্টা
          = 1/15 ঘণ্টা

জামিলের গতিবেগ = 1/(1/15) কি.মি./ঘণ্টা
                        = 15 কি.মি./ঘণ্টা

গাড়ির গতিবেগ  = 75 কি.মি./ঘণ্টা

জামিলের গতিবেগ তার গাড়ির গতিবেগের = {(15/75) × 100}% = 20%
A একা ১ দিনে করে ১/৩০ অংশ
B একা ১ দিনে করে ১/১৫ অংশ
C একা ১ দিনে করে ১/১০ অংশ

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ

প্রথম ১০ দিনে A,B,C কাজ করে ১০/৩০ + ৫/১৫ + ৩/১০ = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ

বাকি (১ - ২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।
∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = y মিটার

১ম শর্তমতে
  (x - 5)(y + 3) = xy - 9
⇒ xy - 5y + 3x - 15= xy - 9
⇒ 3x - 5y = 6     ......................(1)

২য় শর্তমতে
(x + 3)(y + 2) = xy + 67
⇒ xy + 3y + 2x + 6 = xy + 67
⇒ 2x + 3y = 61 ........................(2)

(1) × 2 -  (2) × 3 
  6x - 10y - 6x - 9y = 12 - 183
⇒ -19y = - 171 
⇒ y = 171/19
⇒ y = 9

অতএব
আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
বাক্যের অর্থ ট্যারাটোমাস হলো ক্যান্সারের অস্বাভাবিক রূপ যেখানে দাঁত, হাড় ও টিস্যুর সমন্বয়ে গঠিত অংশে ক্যান্সার হয় ।
বাক্যের অর্থঃ প্রতি ২০০ জনে ৫ জন প্রকট বৈকল্য নিয়ে জন্মগ্রহণ করা শিশুর এই বিকলাঙ্গতা ধরে নেয়া হয় আংশিক বা পুরোপুরি বংশানুক্রমিক।
- যদি প্রশ্ন করা হয় কিসের Lowering উত্তর হবে Of interest rates and of fears about inflation. অর্থাৎ Lowering এরপর ‘of” বসাতে হবে।
- বাক্যের অর্থঃ কেউ কেউ এটা বলেন যে অর্থনীতিতে তেলের দরপতন অবশেষে সুদের হারও মুদ্রাস্ফীতি নিম্নমুখী করবে যা একত্রিতভাবে শেয়ার ও বন্ডের মূল্য কমিয়ে ডলারকে দুর্বল করে তুলবে।
- বাক্যে প্রথম Verb হিসেবে Kept থাকায় পরবর্তী Verb এর সাথে 'ing' যুক্ত হবে, অর্থাৎ Elongating the negotiation হবে।
- বাক্যের অর্থঃ মতৈক্য পৌছাতে ব্যর্থ হয়ে দল দুটি আলাপ-আলোচনা দীর্ঘায়িত করেছিল ।
- বাক্যে One of the পর শব্দের Comparative form না বসে Superlative form বসে।
- তাই One of the worst বসবে ।
- বাক্যের অর্থ তর্কসাপেক্ষে বলা চলে জীবন্ত স্মৃতির এই নোংরা শহরগুলির একটিতে বিশ্বব্যাপী এই মহামারীতে মৃত্যুই যেন কাম্য ।
- এখানে Deliberate on অর্থ কোনো বিষয়ের উপর বক্তব্য দেয়া।
- আর At length অর্থ দীর্ঘ সময় ধরে।
- উল্লেখ্য, Ponder অর্থ বিবেচনা করা; ভেবে দেখা।
- Long অর্থ লম্বা; দীর্ঘ।
- Deliberate অর্থ ইচ্ছাকৃত।
- Depth অর্থ গভীরতা; ঘনতা।
- Abstract অর্থ বিমূর্ত।
- Delve অর্থ খনন করা।
- Height অর্থ উচ্চতা।
- Dive অর্থ পানিতে বা শূন্যে ঝাঁপ; ডুব।
- Large অর্থ বিরাট।
- বাক্যের অর্থঃ উপসংহার টানার পূর্বে বিষয়টির উপর তিনি দীর্ঘক্ষণ বক্তব্য দিলেন।
"The instrument must be calibrated and used according to the manufacturer's instructions."
- অর্থাৎ, যন্ত্রটি ক্যালিব্রেট (calibrated) করতে হবে এবং প্রস্তুতকারকের নির্দেশনা (instructions) অনুযায়ী ব্যবহার করতে হবে।

এখন বাক্যটির অর্থ বিশ্লেষণ করে দেখি:
- Calibrated: এর মানে হলো যন্ত্রটিকে সঠিকভাবে কাজ করার জন্য নির্ধারিত মাপকাঠিতে ঠিকঠাক করা। যন্ত্রগুলি যেন সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করতে এটি করা হয়।
- Instructions: এটি নির্দেশনা বা দিকনির্দেশনা বোঝায় যা প্রস্তুতকারক দ্বারা সরবরাহ করা হয়। কিভাবে যন্ত্রটি সঠিকভাবে ব্যবহার করতে হবে তার বিবরণ থাকে এই নির্দেশনাতে।

অন্য অপশনগুলো কেন উপযুক্ত নয়:
- Celebrated....manual: "Celebrated" মানে প্রশংসিত বা সম্মানিত, যা যন্ত্রের সাথে প্রাসঙ্গিক নয়। "Manual" নির্দেশিকা বোঝায়, কিন্তু এটি সঠিক জুটি নয়।
- Codified...dictation: "Codified" মানে সুবিন্যস্ত করা, যা যন্ত্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। "Dictation" মানে বলা কথা লিখে রাখা, যা এখানে প্রাসঙ্গিক নয়।
- Coded....stratagem: "Coded" মানে সাংকেতিক রূপে রূপান্তরিত, যা যন্ত্রের ক্যালিব্রেশনের সাথে সম্পর্কিত নয়। "Stratagem" মানে পরিকল্পনা বা কৌশল, যা এখানে উপযুক্ত নয়।
- The culture of keeping the school closed বুঝাতে স্কুল বন্ধ রাখার সংস্কৃতিকে বুঝানো হচ্ছে।
- আর In honor of অর্থ সম্মানে।
- উল্লেখ্য, Habit অর্থ অভ্যাস।
- Reverence অর্থ গভীর শ্রদ্ধা।
- Culture অর্থ সংস্কৃতি।
- Honor অর্থ সম্মান; শ্রদ্ধা।
- Ordinance অর্থ বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম; অধ্যাদেশ।
- Celebration অর্থ উদ্‌যাপন।
- Practice অর্থ প্রয়োগ: কর্ম।
- Adherence অর্থ আনুগত্য।
- Tradition অর্থ ঐতিহ্য।
- Observance অর্থ আইন, নিয়ম, প্রথা; উদ্যাপন ।
- বাক্যের অর্থ প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে তার সম্মানে স্কুলটি বন্ধ রাখার সংস্কৃতি আমরা এখনো অনুসরণ করি।
- কোনো শর্তাধীন বিধান বুঝাতে "The regulations stipulate' ব্যবহার করতে হয়।
- আর উৎপাদকগণকে নিরাপত্তার বিষয়টিতে Compliant হতে হবে বুঝাতে Manufacturers have to be compliant with বসবে।
- উল্লেখ্য, Postulate অর্থ সত্য বা সিদ্ধ বলে গ্রহণ করা।
- Copious অর্থ প্রাচুর্যপূর্ণ।
- Speculate অর্থ ভাবা; ধারণা করা।
- Celebration অর্থ উদ্যাপন।
- Capitulate অর্থ আত্মসমর্পণ করা।
- Align অর্থ সারিবদ্ধ করা।
- Prescribe অর্থ পরামর্শ বা নির্দেশ দেওয়া।
- Cogent অর্থ জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক ।
- বাক্যের অর্থঃ শর্তানুসারে উৎপাদনকারীগণ নিরাপত্তার বিষয়টিতে Compliance রক্ষা করতে হবে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাক্যে Made a valiant but futile effort অর্থ দারুন কিছু উদ্যোগ নেয়া কিন্তু যা অবশেষে ব্যর্থ হয়েছিল। তাই সঠিক অপশন c).
- উল্লেখ্য, Vivid অর্থ উজ্জ্বল; তীব্র।
- Fervent অর্থ পরম তপ্ত।
- Virulent অর্থ শক্তিমান: মারাত্মক।
- Furtive অর্থ চোরা; অলক্ষিত।
- Valiant অর্থ সাহসী।
- Futile অর্থ নিষ্ফল; বৃথা।
- Valorous অর্থ পরাক্রান্ত।
- Fruitful অর্থ ফলপ্রসূ।
- Vigorous অর্থ বলিষ্ঠ; তেজস্বী।
- Fetid অর্থ পূতিগন্ধময়।
- বাক্যের অর্থঃ পরাজিত দলটি তার বিরোধী পক্ষকে ধরার জন্য বেশ কিছু বীরত্বপূর্ণ কিন্তু ব্যর্থ প্রচেষ্টা গ্রহণ করেছিল।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0