সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (সহকারী ব্যবস্থাপক) - ০১.১০.২০২১ (25 টি প্রশ্ন )
প্রশ্নে বলা হচ্ছে, একটি ক্লাসে ১২০ জন ছাত্র রয়েছে। জোড় রোল নম্বরধারী ছাত্রগুলো পদার্থ নিয়েছে। ১২০ কে ৫ দ্বারা বিভাজ্য রোল নম্বরধারী ছাত্রগুলো রসায়ন এবং ৭ দ্বারা বিভাজ্য রোল নম্বরধারী ছাত্রগুলো অংক নিয়েছে। কত ছাত্র তিনটি বিষয়ের কোনটি নেয়নি?

দেওয়া আছে, মোট ছাত্র 120 জন ।
∴ পদার্থ নিয়েছে =120/2 = 60 জন
∴ রসায়ন নিয়েছে =120/5 = 24 জন
এবং অংক নিয়েছে = 120/7 = 17.143 ≈ 17 জন

ধরি, পদার্থ নেয়া ছাত্রগুলোর সংখ্যা A; রসায়ন নেয়া ছাত্রগুলোর সংখ্যা B এবং অংক নেয়া ছাত্রগুলোর সংখ্যা C. 10, 20 এবং 30 রোল নম্বরধারী ছাত্রগুলো পদার্থ ও রসায়ন উভয় বিষয়ই নিয়েছে।

∴ A∪B =120/20 = 12 জন

আবার 14, 28 এবং 42 রোল নম্বরধারী ছাত্রগুলো পদার্থ ও অংক উভয় বিষয়ই নিয়েছে ।

∴ C∪A =120/14 = 8.57 ≈ 8 জন ।

আবার 35 এবং 70 রোল নম্বরধারী ছাত্রগুলো রসায়ন ও অংক উভয় বিষয়ই নিয়েছে।
∴ B∪C = 120/35 = 3.42 ≈ 3 জন

∴ A ∪ B ∪ C = 60 + 24 + 17 – (12 + 8 + 3 – 1) = 79 জন

তিনটি বিষয়ের কোনটিই নেয়নি এমন ছাত্রসংখ্যা = 120 - 79 = 41 জন ৷
দেওয়া আছে,
   f(x,y) = (x² - 2xy + y²)/(x² - y²)
⇒ f(-x, -y) = {(-x)² - 2(-x)(-y) + (-y)²}/{(-x)² - (-y)²}
⇒ f(-x, -y) = (x² - 2xy + y²)/(x² - y²)
                = (x - y)²/(x² - y²)
                = {(x - y) (x - y)}/{(x - y)(x + y)}
                = (x - y)/(x + y)
প্রশ্নে বলা হচ্ছে যে, এক লোক তার নিকট থাকা 1/2 অংশ অর্থ ব্যয় করেন এবং বাকি টাকার 1/4 অংশ হারিয়ে ফেলেন। এখন তার নিকট 3,600 টাকা অবশিষ্ট থাকলে প্রথমে তার নিকট কত টাকা ছিল?

Let, He has Tk. 8x
He spent = (1/2) of 8x
              = Tk. 4x

Remaining = 8x - 4x= Tk. 4x
He lost = (1/4) of 4x
           = Tk. x

Remaining 4x-x = Tk. 3x

According to question, 
  3x = 3,600
⇒ 1 = 3600/3x
⇒ 8x = (3600 × 8x)/3x
        = Tk. 9,600
He started with Tk. 9,600
Affordable and clean energy indicates renewable and green energy sources. Energies that come from these sources are clean and affordable for common people. Renewable energy is energy that is obtained from renewable resources, which are naturally restocked on a human timescale, such as sunlight, wind, rain, tides, waves and geothermal heat. The present renewable energy arrives from biogas, hydro power, solar and wind. Bangladesh is a developing country which offers many options and opportunities for utilizing renewable energy sources for generating electric power. In Bangladesh there are many natural resources such as coal, gas and petroleum. The main source of energy in Bangladesh is natural gas (24%).

Renewable Energy Sources in Bangladesh: The prospect of renewable energy Bangladesh is very promising, especially in the case of solar energy. However, for the near future, renewable energy will remain annexed to the current energy genesis by non- renewable conventional means. Still, renewable energy will play an important role reaching consumers outside the national grid or in places where grid connection is delayed.
Major sources of renewable energy in Bangladesh are as follows:
01. Solar
02. Wind power
03. Biomass energy
04. Biogass Energy
05. Hydro-power
06. Geothermal energy
07. Tidal power
08. Occean wave energy

There is a great opportunity for Bangladesh to meet its overall power demand by utilizing its available renewable properly. If it can make the best use of its available renewable energy sources then it is possible to extract the load- shedding problem from the country. As a result, this is the high time to look forward and work with these renewable energy fields to produce electricity rather than depending wholly on conventional method. The government has already made an endeavor to overcome the power crisis problem in Bangladesh. More importance should be given on renewable such as solar energy as it is the emerging renewable energy sector in Bangladesh which has potential to meet the majority of the energy and power demand of country's population. Other renewable energy sources can also play a vital role to meet our daily power demand. With the help of these resources, Bangladesh can generate electricity and may able to meet the expected power demand in the future. The government and the private sector should work hand in hand to emphasize more on renewable energy sources to produce electricity to solve the power crisis problem in Bangladesh.
তারিখঃ ০১/০১/২০২১ 
বরাবর
ব্যবস্থাপক
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, সিলেট
বিষয়ঃ গৃহস্থালীর প্রয়োজনে গ্যাস সংযোগের আবেদন পত্র।

জনাব
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক আমি নিম্নস্বাক্ষরকারী অতি বিনয়ের সহিত জানাচ্ছি যে আমি সিলেট জেলার অন্তর্গত হরিপুর অঞ্চলের বাসিন্দা। দীর্ঘ ৪০ বছর যাবৎ আমরা এই অঞ্চলে বসবাস করে আসছি। বর্তমানে আমার বাসায় গৃহস্থলীর প্রয়োজনে গ্যাস সংযোগ আবশ্যক হয়ে পড়েছে। এর আগেও দুইবার যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেও গ্যাস সংযোগ পেতে ব্যর্থ হয়েছি। এমতাবস্থায় আমার বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের জন্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি ।

আবেদন পত্রের সহিত সংযুক্তঃ
০১. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি ।
০২. জমির মালিকানার দালিলিক প্রমাণ ।
০৩. প্রস্তাবিত অভ্যন্তরীণ পাইপলাইনের ৪ কপি নক্সা।
০৪. অঙ্গীকার নামা।
০৫. রুট ম্যাপ।

বিনীতি নিবেদক
মোঃ আলম হোসেন
হরিপুর, সিলেট
ফোনঃ ০১৭********
ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত।

বিশ্বের মরুভূমির অবস্থান ও আয়তনঃ
মরুভূমির নাম - আয়তন (বর্গমাইল) - অবস্থান
সাহারা মরুভূমি - ৩৩,২২,০০০ - আলজেরিয়া, শাদ, মিশর, লিবিয়া, মালি, নাইজার, সুদান
আরব মরুভূমি - ৯,০০,০০০ - সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত
কালাহারি       - ৩,৬০,০০০ - বতসোয়ানা, দঃ আফ্রিকা, নামিবিয়া
গ্রেট (সেনডি)  - ১,৫০,০০০ - অস্ট্রেলিয়া
গ্রেট ভিক্টোরিয়া - ২,৫০,০০০ - অস্ট্রেলিয়া। 
- ১৯০১ সাল থেকে বিজ্ঞানী আলফ্রেড নোবেল এর নামানুসারে চালু হয় বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার 'নোবেল'।
- প্রতিবছর সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা উদ্ভাবন ও মানবকল্যানমূলক কর্মকাণ্ডের জন্য তাঁর সম্পত্তির অর্থ দিয়ে পুরস্কার প্রদান করা হবে।
- পাঁচটি ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তিতে পুরস্কারের কথা বলে যান তিনি।
- আলফ্রেড নোবেল উইলে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেন।
- সেখানে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার নিয়ে কিছু বলেননি।
- ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক তাঁদের ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে একটি বিরাট অঙ্কের অর্থ দান করে।
- এই অর্থ দিয়ে আলফ্রেড নোবেল এর সম্মান রক্ষার্থে একটি নতুন পুরস্কার প্রদান করা হবে বলে ঠিক করা হয়।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
নান্দনিক সৌন্দর্য, অনেক সংখ্যক রোমান্টিক রেস্টুরেন্ট যাদুকরি সব গঠন বিন্যাস এবং আঠারো শতকের মাঝামাঝিতেই সড়ক বাতি স্থাপনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে City of love & light নামে বিশ্বব্যাপী বিখ্যাত ।
- UNHCR (United Nations Commissioner for Refugees বা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
- উল্লেখ্য, এটি ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNHCR এর প্রধানকে হাইকমিশনার বলা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
-তিনি তিন মেয়াদে ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত ১২ বছর ক্ষমতায় ছিলেন।
-তার সময়েই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
-হ্যারি এস ট্রুম্যান ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট।
-তিনি ক্ষমতায় ছিলেন ১৯৪৫ -১৯৫৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ৮ বছর।
-তার আদেশেই হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালানো হয়।
- ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (MOOCs) হল বিনামূল্যের অনলাইন কোর্সগুলি যে কেউ নথিভুক্ত করার জন্য উপলব্ধ।
- MOOCs নতুন দক্ষতা শিখতে, আপনার কর্মজীবনকে এগিয়ে নিতে এবং মানসম্পন্ন শিক্ষাগত অভিজ্ঞতা প্রদানের জন্য একটি সাশ্রয়ী এবং নমনীয় উপায় প্রদান করে।
- সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কারণে শেখার জন্য MOOC ব্যবহার করে, যার মধ্যে রয়েছে: ক্যারিয়ারের উন্নয়ন, ক্যারিয়ার পরিবর্তন, কলেজের প্রস্তুতি, সম্পূরক শিক্ষা, আজীবন শিক্ষা, কর্পোরেট ই লার্নিং এবং প্রশিক্ষণ এবং আরও অনেক কিছু।
- বর্তমানে বাংলাদেশে ২৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং 
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা -১।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড হচ্ছে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি গ্যাস কোম্পানি।
- এটি পেট্রোবাংলার অধীনে রয়েছে এবং এর সদরদপ্তর সিলেট জেলার, হরিপুরে অবস্থিত।
- কোম্পানিটি সিলেট বিভাগের ৫ টি গ্যাসক্ষেত্রের জন্য দায়িত্বপ্রাপ্ত।
- বর্তমানে বাংলাদেশে চালুকৃত সরকারী ইপিজেডের সংখ্যা ৮টি ও বেসকারি-২টি ( রাঙ্গউনিয়া, চট্টগ্রাম,এবং কোরিয়ান EPZ)।
- অনুমোদিত সরকারী ইপিজেডের সংখ্যা ১০ টি ।
এগুলো হলো-
১। আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
২। চট্টগ্রাম ইপিজেড, দক্ষিন হালিশহর, চট্টগ্রাম।
৩। কুমিল-ইপিজেড ।
৪। ঢাকা ইপিজেড, সাভার, ঢাকা।
৫। ঈশ্বরদ্বী ইপিজেড, ঈশ্বরদ্বী, পাবনা।
৬। কর্ণফুলি ইপিজেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ।
৭। মংলা ইপিজেড, মংলা, বাগেরহাট।
৮। উত্তরা ইপিজেড, সোনারায়, নীলফামারী। 
৯। ৯ম ইপিজেট পটুয়াখালী।
১০। সর্বশেষ ১০ম ইপিজেট যশোর।
- প্রতি ১০ বছর অন্তর অন্তর  বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়।

• আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা:
- প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৫১,৫৮,৬১৬ জন। 
- বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলায় অবস্থিত।
- ২ আগস্ট ২০২৩ সালে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র।
- এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
•  বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
• বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
• বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
• এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত।
• বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
• সর্বশেষ স্থলবন্দরটি মুজিবনগর স্থল কাস্টমস ষ্টেশন, মাঝপাড়া, মেহেরপুর, ঘোষণা করা হয়-২৭ মে, ২০২১।


উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ

১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।

২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।

৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।

৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।

৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।

৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।

৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।

১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।

১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।

১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।
- BEZA এর পূর্ণরূপ Bangladesh Economic Zones Authority বা অর্থনৈতিক অঞ্চল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- বেসরকারি উদ্যোক্তারা নিজেরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারে অর্থাৎ সরকারি, বেসরকারি, পাবলিক প্রাইভেট পার্টনারশীপের অধীনে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সুযোগ রয়েছে।
- এই প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
- 'গোভইনসাইভার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯' আসরে 'গোভইনসাইডার এশিয়ার বেস্ট সিটিজেন এঙ্গেজমেন্ট প্রজেক্ট' ক্যাটাগরিতে বিজয়ী হয় বাংলাদেশ।
- ১৩ অক্টোবর ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এটুআই-এর কল সেন্টার '৩৩৩' প্রকল্পটিকে 'গোভইনসাইভার ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৯' প্রদান করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় “ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী” বা CPP সারা বিশ্বে একটি মডেল' হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
- বাংলাদেশের উপকূলীয় জনসাধারণের দুর্যোগ ব্যবস্থাপনায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সফলভাবে কার্য সম্পাদনের স্বীকৃতি স্বরূপ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী যৌথভাবে থাইল্যান্ডস্থ "স্মিথ টুম সারক ফান্ড পুরস্কার-১৯৯৮” লাভ করে ।
- United Nations Environment Programme (UNEP) ২০০৪ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' চালুর ঘোষণা দেয়।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সাল থেকে সংস্থাটি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চার ক্যাটাগরিতে (নীতিনির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ) পুরস্কার প্রদান করে আসছে।
- ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ 'পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' পুরস্কার লাভ করেন।
আমরা জানি, ১ ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন = ১ গ্রাম।
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
- এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (বিইনডিএফ) বা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল ।
- Executive Committee of the National Economic Council (ECNEC) হলো বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি নির্বাহী কমিটি।
- ১৯৮২ সালে ECNEC গঠিত হয়।
- এটি বড় উন্নয়ন প্রকল্পের যাচাই-বাছাই (২৫ লাখ টাকার উপরে প্রকল্প হলে), নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
- একনেক কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী এবং তার অনুপস্থিতিতে সভায় বিকল্প চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী।
- ২০২১ সালের ১৭ মার্চ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ।
- ১৯ মার্চ মার্চ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে,
- ২২ মার্চ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী,
- ২৪ মার্চ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং
- ২৬ মার্চ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।
- অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ০২ জন উপস্থিত ছিলেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0