Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক।
তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
''দেনা পাওনা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
'এছাড়াও তাঁর রচিত অন্যান্য ছোটগল্প-
- শাস্তি,
- একরাত্রি,
- মধ্যবর্তিনী,
- দৃষ্টিদান,
- ল্যাবরেটরী,
- সমাপ্তি,
- পোস্টমাস্টার,
- হৈমন্তী,
- ছুটি,
- নষ্টনীড় ইত্যাদি।