৪০ বছরের একজন ব্যক্তির ৬,৩ এবং ১ বছরের তিনটি পুত্র আছে। কত বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে?
Solution
Correct Answer: Option A
ধরি, x বছর পরে তিন পুত্রের বয়সের সমষ্টি পিতার বয়সের ৮০% হবে।
(6+x)+(3+x)+(1+x) = (40+x) × 80/100
=> 10 + 3x = (40 + x) × 8/10
=>100 + 30x = 320 + 8x
=> 22x = 220
∴ x = 10