"তুমি যদি যেতে ভালো হত" বাক্যটিতে 'যেতে' ক্রিয়ার কোন কাল?
Solution
Correct Answer: Option B
- অতীতে কোনো কাজ নিয়মিত ঘটত বোঝানোর পাশাপাশি অপূর্ণ ইচ্ছা বা শর্ত প্রকাশ করতেও নিত্যবৃত্ত অতীত কাল ব্যবহৃত হয়।
- "তুমি যদি যেতে ভালো হত" বাক্যটি একটি অতীতের অপূর্ণ শর্ত বা আকাঙ্ক্ষা প্রকাশ করছে।
- এখানে 'যেতে' ক্রিয়াপদটি "যাওয়া" কাজটি অতীতে ঘটেনি, কিন্তু ঘটলে ভালো হত এমন অর্থ প্রকাশ করে।
- এই ধরনের শর্তাধীন বা অনুক্ত অতীত বোঝাতে ক্রিয়ার যে কাল হয়, তাকে নিত্যবৃত্ত অতীত বলে।