কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?
A শতাব্দী
B উপজেলা
C রাজপথ
D চৌচালা
Solution
Correct Answer: Option A
দ্বিগু সমাসে কখনো কখনো অ-কারান্ত হলে আ-কারান্ত বা ই-কারান্ত হয় । যেমনঃ শত অব্দের সমাহার = শতাব্দী । পঞ্চ বটের সমাহার = পঞ্চবর্টী । ত্রি পদের সমাহার = ত্রিপদি ।