Solution
Correct Answer: Option D
- ‘অনেকের মধ্যে এক’ এর এক কথায় প্রকাশ: অন্যতম।
- একক, অভিন্ন ও অদ্বিতীয় অর্থ: অনন্য।
- ‘অপরাপর ব্যক্তি বা বস্তু’ এক কথায় বলে: অন্যান্য।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
• ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা
• যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক
• দিনে একবার আহার করে যে- একাহারী
• উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
• যে নারী বীর- বীরাঙ্গনা।