Solution
Correct Answer: Option C
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে', 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অপাদান কারক।
- যেমন: জমি থেকে ধান পাই। এখন যদি প্রশ্ন করা হয় 'কোথা থেকে ধান পাই?' তাহলে উত্তর পাই 'জমি' থেকে।
- সুতরাং, জমি অপাদান কারক।