ঔষধনীতির প্রধান উদ্দেশ্য হলো-
A অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা।
B ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা।
C ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া।
D বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধা দেয়া
Solution
Correct Answer: Option A
- 'জাতীয় ওষুধ নীতি ১৯৮২' অনুযায়ী, ঔষধনীতির প্রধান উদ্দেশ্য হলো- অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ রাখা।
- বাংলাদেশ ওষুধশিল্পের বর্তমান বিকাশ, সাফল্য ও প্রসারতার ভিত্তি হচ্ছে 'জাতীয় ওষুধ নীতি ১৯৮২'।
- বর্তমানে চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধই দেশের অভ্যন্তরে উৎপাদিত হচ্ছে।
- বাংলাদেশ পৃথিবীর ১৫০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে যার বাজারমূল্য প্রায় ১৮৮ মিলিয়ন ডলার।