জাতিসংঘ নামকরণ করেন কে?

A রুজভেল্ট

B স্টালিন

C চার্চিল

D দ্যা গল

Solution

Correct Answer: Option A

- ১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন।

- ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহীত হয়।

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।

- বর্তমান সদস্য ১৯৩টি।

- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

- জাতিসংঘ সচিবালয় গঠিত— জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে ।

- জাতিসংঘ সচিবালয়ের প্রধান— মহাসচিব (সেক্রেটারি জেনারেল); পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ।

- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে ।

- জাতিসংঘের বর্তমান (নবম) মহাসচিব— অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল), ১ জানুয়ারি ২০১৭-বর্তমান।

- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ । বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions