Solution
Correct Answer: Option C
- কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝাতে since/for ব্যবহৃত হয়।
- তবে নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে for বসে।
- সাধারণত যে সকল verb এর present perfect continuous tense হয় না তাদের ক্ষেত্রে present perfect tense ব্যবহৃত হয়।
- যেমন: be, have, see, know ইত্যাদি।
- It has been raining since morning- সকাল থেকে বৃষ্টি হচ্ছে।