বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
Solution
Correct Answer: Option A
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন।
- ১৯৪২ সালে এসএসসি পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান নাম: মাওলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েট-এ ভর্তি হন।
- ১৯৪৭ সালে বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকায় চলে আসেন।
- ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
- তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন।
- ৩ মার্চ, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা মাসিক বেতন বৃদ্ধি ও আবাসন সুবিধার জন্য ধর্মঘট শুরু করেন।
- জাতির পিতা এ আন্দোলনে সমর্থন দান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুকে ১৫ টাকা জরিমানা করেন।
- কিন্তু বঙ্গবন্ধু জরিমানা প্রদানে অস্বীকৃতি জানালে তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়।