Solution
Correct Answer: Option B
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকেই বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন:
• এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ)।
• হায়ার অভাব- বেহায়া (অব্যয়ীভাব সমাস);
• তিন ভুজের সমাহার- ত্রিভুজ (দ্বিগু সমাস) ;
• বিকাল (উপসর্গযোগে গঠিত কর্মধারয় সমাস)।