• পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
• যেমনঃ আজি > আইজ [(আ+জ+ই) > (আ+'ই'+জ)]।
• অলাবু > লাবু > লাউ (আদি স্বরলোপ);
• ডেস্ক > ডেক্স (ধ্বনি বিপর্যয়)।
গুরুত্তপুর্ণ অপিনিহিতির উদাহরণঃ
কালি > কাইল
আজি > আইজ
বলিবেক > বইলবেক (ঝাড়খণ্ডী)
শুনিয়াছি > শুইন্যেছি (ঝাড়খণ্ডী)
করিয়াছ > কইর্যাছ (বঙ্গালী)
সাধু > সাউধ
মধু > মউধ
রাঁধিয়া > রাইন্ধ্যা
বসিয়া > বইস্যা।