Solution
Correct Answer: Option A
- 'কবর' জসীমউদদীনের বিখ্যাত ও বহুল আলােচিত কবিতা ।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কবিতটিকে প্রবেশিকা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ।
- পরবর্তীকালে কবিতাটি কবির রাখালী কাব্যগ্রন্থে সংকলিত হয় ।
- রাখালী কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়।
কবিতাগুলো হলো-
১) রাখালী
২) সিঁদুরে বেসাতি (মেয়েলি গানের সুর)
৩) কিশোরী
৪) বৈদেশী বন্ধু (গান বারমাসি)
৫) রাখাল ছেলে
৬) কবর
৭) মা
৮) সুজন বন্ধুরে (গান)
৯) বৈরাগী আর বোস্টমী যায়
১০) জেলে গাঙে মাছ ধরিতে যায়
১১) মনই যদি নিবি
১২) পল্লি জননী
১৩) পাহাড়িয়া
১৪) শাক তুলুনী
১৫) কৃষান-দুলালি
১৬) গহীন গাঙের নায়া
১৭) তরুণ কিশোর
১৮) মনা শেখ
১৯) বোশেখ শেষের মাঠ