কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
Solution
Correct Answer: Option C
কোনো বৃত্তের ব্যাসার্ধ 'r' হলে, তার ব্যাস হবে '2r'।
এবং ওই বৃত্তের পরিধির সূত্র হলো '2πr'।
প্রশ্ন অনুযায়ী, পরিধি ও ব্যাসের অনুপাত হলো (পরিধি / ব্যাস)।
মান বসিয়ে পাই, (2πr) / (2r)।
এখানে লব ও হর থেকে '2r' কাটাকাটি হয়ে যায়।
ফলে, অনুপাতটি হয় π (পাই)।