বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?

A লাভ-লোকসান

B আয়-ব্যয়

C স্বর্গ-নরক

D ছেলে-বুড়ো

Solution

Correct Answer: Option D

- দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়।
মিলনার্থক: মাসি-পিসি, চা-বিস্কুট, মা-বাপ ইত্যাদি।
দুটি বিশেষণযোগে:  বাকি-বকেয়া, ভালো-মন্দ, কম-বেশি ইত্যাদি।
দুটি ক্রিয়াযোগে: চলা-ফেরা, দেখা-শোনা, দেওয়া-থোওয়া ইত্যাদি।
বিরোধার্থক: দা-কুমড়া, অহি-নকুল ইত্যাদি।
বিপরীতার্থক: লাভ-লোকসান, জমা-খরচ, স্বর্গ-নরক ইত্যাদি।
সমার্থক: হাট-বাজার, ঘর-দুয়ার, খাতা-পত্র ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions