বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
A ১৩৬তম
B ১৩৭তম
C ১৩৮তম
D ১৩৯তম
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ এবং আরও দুটি দেশ (গ্রানাডা ও গিনি-বিসাউ) একসাথে সদস্যপদ পায়।
- এই অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্য রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।