একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a =৬ সেন্টিমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
= (√৩/৪) (৬)2
= (√৩/৪) × ৩৬
= ৯√৩ বর্গ সেন্টিমিটার